মাঝে মধ্যেই নিজের ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে কথা বলেন দিশা পাটানি। ফের আরও একবার সোশ্যাল মিডিয়ায় বাঘের ছাল প্রিন্টের বিকিনি পরা একটি ছবি শেয়ার করে উত্তাপ বাড়ালেন দিশা।
বলিউড অভিনেত্রীর ইনস্টাগ্রামে একটু ভালো করে নজর রাখলেই দেখবেন, নেটিজেনরা ঠিক এমনটাই মন্তব্য করছেন। আর করবেন নাই বা কেন। বাঘছাল বিকিনি পরে দিশার মতো সুন্দরীর ছবি দেখে তো দিশাহীন হওয়ার অবস্থা নেটিজেনদের।
তবে টাইগার শ্রফ ও দিশা পটানির সম্পর্ক বরাবরই সংবাদের শিরোনামে উঠে আসে। এক সঙ্গে সিনেমা খুব একটা না করলেও, চর্চায় থাকে তাঁদের সম্পর্ক। একসঙ্গে বহুবার মালদ্বীপে ঘুরতে গিয়েছেন। বিভিন্ন সময়ই সোশ্যাল মিডিয়ায় অন্তরঙ্গ ছবি পোস্ট করেছেন এই জুটি।
তবে হঠাৎ করে কেন ব্রেক আপের সিদ্ধান্ত তারা নিলেন। তা এখনও সঠিকভাবে জানা যায়নি।
ভিডিও- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।