বলিউডের গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চর্চা সর্বদা সোশ্যাল মিডিয়াতে চলতেই থাকে। কারোর সম্পর্ক তৈরি হোক কি বিচ্ছেদ, তা টক অফ দা টাউন হয়ে ওঠে।
বলিউডের অন্যতম হার্টথ্রব অভিনেত্রী দিশা পাটানি। মঙ্গলবার ছিল দিশার জন্মদিন। সদ্যই ৩১-এ পা দিলেন দিশা পাটানি। জন্মদিন উপলক্ষে প্রিয় বন্ধু মৌনির কাছ থেকে আন্তরিক শুভেচ্ছা পেয়েছেন দিশা, যা নিমেষে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
দিশা পাটানির জন্মদিনে ইনস্টাগ্রামে একগুচ্ছ হট ছবি ও ভিডিও পোস্ট করেছেন নায়িকা৷ ভাইরাল ভিডিওতে রংমিলান্তি পোশাকে দেখা গেছে বলিউডের দুই নায়িকাকে৷ ভিডিওতে দিশাকে ঠোঁটঠাসা চুম্বনে ভরিয়ে দিয়েছেন মৌনি৷ সঙ্গে জুড়ে দিয়েছেন একটি দারুণ ক্যাপশন৷ যা দেখে চক্ষু চড়কগাছ হয়েছে ভক্তদের৷ ছবি ও ভিডিওতে কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷
গত সপ্তাহেও দিশা পাটানিকে দেখা গিয়েছিল মৌনি রায়ের নতুন রেস্তোঁরা লঞ্চ অনুষ্ঠানে। মৌনি রায়ও স্বামী সুরজ নাম্বিয়ারের সাথে মুম্বইতে তাঁর প্রথম রেস্তোরাঁর উদ্বোধন করেছেন৷
বলিউডে দীর্ঘদিন ধরেই কাজ করছেন দিশা। পেয়েছেন জনপ্রিয়তা। তাঁর ফিগার ও নাচ যথেষ্ট প্রশংসা পেয়েছেন দর্শকের কাছে।
‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র মাধ্যমে বলিউডে পরিচিতি পান দিশা। তারপর টাইগার শ্রফের সঙ্গে ‘বাগী’, সলমন খানের সঙ্গে ‘রাধে’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন। কিন্তু বলিউডে এখনও সেভাবে সাফল্য পাননি দিশা। আগামীতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘যোদ্ধা’ সিনেমায় দেখা যাবে দিশাকে। প্রভাসের ‘প্রোজেক্ট কে’ সিনেমাতেও রয়েছেন তিনি। এর পাশাপাশি অভিনয় করছেন দক্ষিণী ছবিতে।
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন