Homeবিনোদনকঙ্গনার ‘ইমার্জেন্সি’র মুক্তি স্থগিত, আরও কাটছাঁট চায় সেন্সার বোর্ড

কঙ্গনার ‘ইমার্জেন্সি’র মুক্তি স্থগিত, আরও কাটছাঁট চায় সেন্সার বোর্ড

প্রকাশিত

কঙ্গনা রানাউতের বহুল আলোচিত ছবি “ইমার্জেন্সি” মুক্তির তারিখ স্থগিত করা হয়েছে শিখ সম্প্রদায়ের আপত্তির কারণে। ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই পাঞ্জাবে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়, এবং ছবিটি এখনও সেন্সর বোর্ডের সবুজ সংকেত পায়নি। প্রথমে ছবিটি ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল, তবে বর্তমানে তা পিছিয়ে দেওয়া হয়েছে।

সেন্সর বোর্ডের ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, বোর্ড আরও কিছু কাটছাঁটের নির্দেশ দিয়েছে। বোর্ড জানিয়েছে, তারা প্রতিটি সম্প্রদায়ের অনুভূতিকে বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেবে।

এর আগে শিরোমনি আকালি দল ছবিটির মুক্তি বন্ধের জন্য সেন্সর বোর্ডের কাছে একটি আইনি নোটিশ পাঠায়। তাদের অভিযোগ, ছবিটি ‘সাম্প্রদায়িক উত্তেজনা’ উস্কে দিতে পারে এবং ‘ভুল তথ্য’ ছড়িয়ে দিতে পারে। ২৭ আগস্ট পাঠানো ওই নোটিশে বলা হয়েছে, ‘এ ধরনের উপস্থাপনা কেবল বিভ্রান্তিকর নয়, এটি পাঞ্জাব এবং গোটা দেশের সামাজিক বন্ধনকে গভীরভাবে আঘাত করে। কঙ্গনা রানাউত কংগ্রেস বিরোধী রাজনৈতিক বা ঐতিহাসিক বক্তব্য দেওয়ার জন্য নয়, বরং শিখ সম্প্রদায়কে লক্ষ্য করেই এই বিষয়টি বেছে নিয়েছেন।’

‘নারী নির্যাতনে অপরাধীরা নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে, নিগৃহীতারা বাঁচছেন ভয়ে’, প্রধান বিচারপতি সামনে উদ্বেগ প্রকাশ রাষ্ট্রপতি মুর্মুর

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, ছবিতে শিখ সম্প্রদায়কে ‘অন্যায়ভাবে এবং নেতিবাচকভাবে’ উপস্থাপন করা হয়েছে। কঙ্গনা রানাউত অবশ্য এর আগেই জানিয়েছিলেন যে তিনি ছবিটি সেন্সার বোর্ডের কাটছাঁট রুখতে আদালতে যাওয়ার জন্য প্রস্তুত।

কঙ্গনা এক পোস্টে বলেছেন, ‘আমাদের উপর চাপ রয়েছে যাতে আমরা ইন্দিরা গান্ধীর হত্যা, জার্নাল সিং ভিন্দ্রনওয়ালে এবং পাঞ্জাব দাঙ্গা দেখাতে না পারি। আমি জানি না তাহলে আমরা কী দেখাব…”।

তিনি আরও বলেন, ‘এটি আমার জন্য অবিশ্বাস্য সময় এবং আমি এই দেশের বর্তমান পরিস্থিতির জন্য অত্যন্ত দুঃখিত।’

বর্তমানে ছবিটির মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয়নি। পরিস্থিতি নির্ভর করছে সেন্সর বোর্ডের পরবর্তী সিদ্ধান্তের উপর। তবে পাঞ্জাবের সামাজিক এবং রাজনৈতিক মহলে ছবিটি নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

আরও পড়ুন

ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে হবে। বলিউড, দক্ষিণী তারকার পর এবার টলিউডে আইনি ঝড়।

‘ওরা শুধু বাঁচতে চাইছে’ মুম্বইয়ের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে প্যালেস্টাইনের পক্ষে সরব স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর মুম্বইয়ে প্যালেস্টাইন সমর্থনকারী বিক্ষোভে যোগ দিলেন। ইজরায়েলকে অভিযুক্ত করে বললেন, ‘প্যালেস্টাইনি জনগণ কেবল বাঁচতে চাইছে।’

প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

৯১ বছর বয়সে প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও দর্শকদের মনে অমলিন। থানের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।