Homeবিনোদনকঙ্গনার ‘ইমার্জেন্সি’র মুক্তি স্থগিত, আরও কাটছাঁট চায় সেন্সার বোর্ড

কঙ্গনার ‘ইমার্জেন্সি’র মুক্তি স্থগিত, আরও কাটছাঁট চায় সেন্সার বোর্ড

প্রকাশিত

কঙ্গনা রানাউতের বহুল আলোচিত ছবি “ইমার্জেন্সি” মুক্তির তারিখ স্থগিত করা হয়েছে শিখ সম্প্রদায়ের আপত্তির কারণে। ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই পাঞ্জাবে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়, এবং ছবিটি এখনও সেন্সর বোর্ডের সবুজ সংকেত পায়নি। প্রথমে ছবিটি ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল, তবে বর্তমানে তা পিছিয়ে দেওয়া হয়েছে।

সেন্সর বোর্ডের ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, বোর্ড আরও কিছু কাটছাঁটের নির্দেশ দিয়েছে। বোর্ড জানিয়েছে, তারা প্রতিটি সম্প্রদায়ের অনুভূতিকে বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেবে।

এর আগে শিরোমনি আকালি দল ছবিটির মুক্তি বন্ধের জন্য সেন্সর বোর্ডের কাছে একটি আইনি নোটিশ পাঠায়। তাদের অভিযোগ, ছবিটি ‘সাম্প্রদায়িক উত্তেজনা’ উস্কে দিতে পারে এবং ‘ভুল তথ্য’ ছড়িয়ে দিতে পারে। ২৭ আগস্ট পাঠানো ওই নোটিশে বলা হয়েছে, ‘এ ধরনের উপস্থাপনা কেবল বিভ্রান্তিকর নয়, এটি পাঞ্জাব এবং গোটা দেশের সামাজিক বন্ধনকে গভীরভাবে আঘাত করে। কঙ্গনা রানাউত কংগ্রেস বিরোধী রাজনৈতিক বা ঐতিহাসিক বক্তব্য দেওয়ার জন্য নয়, বরং শিখ সম্প্রদায়কে লক্ষ্য করেই এই বিষয়টি বেছে নিয়েছেন।’

‘নারী নির্যাতনে অপরাধীরা নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে, নিগৃহীতারা বাঁচছেন ভয়ে’, প্রধান বিচারপতি সামনে উদ্বেগ প্রকাশ রাষ্ট্রপতি মুর্মুর

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, ছবিতে শিখ সম্প্রদায়কে ‘অন্যায়ভাবে এবং নেতিবাচকভাবে’ উপস্থাপন করা হয়েছে। কঙ্গনা রানাউত অবশ্য এর আগেই জানিয়েছিলেন যে তিনি ছবিটি সেন্সার বোর্ডের কাটছাঁট রুখতে আদালতে যাওয়ার জন্য প্রস্তুত।

কঙ্গনা এক পোস্টে বলেছেন, ‘আমাদের উপর চাপ রয়েছে যাতে আমরা ইন্দিরা গান্ধীর হত্যা, জার্নাল সিং ভিন্দ্রনওয়ালে এবং পাঞ্জাব দাঙ্গা দেখাতে না পারি। আমি জানি না তাহলে আমরা কী দেখাব…”।

তিনি আরও বলেন, ‘এটি আমার জন্য অবিশ্বাস্য সময় এবং আমি এই দেশের বর্তমান পরিস্থিতির জন্য অত্যন্ত দুঃখিত।’

বর্তমানে ছবিটির মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয়নি। পরিস্থিতি নির্ভর করছে সেন্সর বোর্ডের পরবর্তী সিদ্ধান্তের উপর। তবে পাঞ্জাবের সামাজিক এবং রাজনৈতিক মহলে ছবিটি নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

আরও পড়ুন

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

শাহরুখ খানের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে শুরু হচ্ছে দুই সপ্তাহব্যাপী ‘শাহরুখ খান ফিল্ম ফেস্টিভ্যাল’

খবর অনলাইন ডেস্ক: বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান এবার ভক্তদের জন্য নিয়ে আসছেন এক...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।