Homeবিনোদন‘জি লে জারা’- ছবির প্রোজেক্ট কেন ছাড়লেন প্রিয়াঙ্কা ও ক্যাটরিনা? কী ...

‘জি লে জারা’- ছবির প্রোজেক্ট কেন ছাড়লেন প্রিয়াঙ্কা ও ক্যাটরিনা? কী প্রতিক্রিয়া পরিচালক ফারহানের?

প্রকাশিত

তিন বান্ধবীর গল্প বলতে চেয়েছিলেন পরিচালক ফারহান আখতার। ঠিক যেভাবে ‘দিল চাহতা হ্যায়’ কিংবা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’য় ছিল তিন বন্ধুর গল্প। ঠিক হয়ে গিয়েছিল ছবির নামও—‘জি লে জারা’। এই ঘটনা গতবছরের।

কিন্তু মাঝে কয়েকমাস পেরিয়ে গেলেও সিনেমার কাজ এখনও শুরু হয়নি। বেশ কিছু কারণে একাধিকবার পিছিয়েছে ছবির কাজ। কখনও এক নায়িকার ব্যক্তিগত কারণে, কখনও অপর নায়িকার অন্য ছবির কাজে। মাঝে আবার ছবিটি শুরু কথা শোনা গেলেও ফের পিছিয়ে দেওয়া হল শিডিউল।

বলিউড সূত্র বলছে, এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও ক্য়াটরিনা। প্রিয়াঙ্কা ও ক্যাট দুজনেই নাকি ফারহানকে জানিয়ে দিয়েছেন, ফারহানের জন্য ডেট সমস্য়া হচ্ছে। তাই ছবি নিয়ে গড়িমসি চললে ছবি করা যাবে না। অন্য ছবিতে সই করার কারণেই ফারহানকে সোজা না বললেন প্রিয়াঙ্কা ও ক্যাটরিনা।

জানা গিয়েছিল, ‘জি লে জারা’য় অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ। তিন বড় নায়িকার একসঙ্গে এই প্রথম কাজ।

ফলত অনুরাগীদের উন্মাদনা ক্রমশ চরমে উঠছিল। কিন্তু একের পর এক কারণে ছবির শ্যুটিং পিছিয়ে যাওয়ায় স্বভাবতই হতাশ সিনেমাপ্রেমীরা। জানা গিয়েছে, ‘প্রিয়াঙ্কা চোপড়া এইমুহূর্তের হলিউডের বেশ কিছু প্রোজেক্ট নিয়ে ব্যস্ত। অন্যদিকে, আলিয়ার হাতে রয়েছে ‘রামায়ণ’, ‘বৈজু বাওরা’র মতো বিগ বাজেট ছবি। এর ফলে তাঁরা  সময় দিতে পারছেন না।

পড়ুন: প্রকাশ্যে এল ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এর প্রি-টিজার, কী জানালেন দেব?


‘জি লে জারা’ ছবি নিয়ে ইতিমমধ্যেই প্রাথমিক কাজ শুরু করে দিয়েছেন পরিচালক ফারহান আখতার। তবে হঠাৎ অজানা কারণে বার বার শুটিং বাতিল করছিলেন ফারহান। এমনকী, চিত্রনাট্য পড়তে সুদূর আমেরিকা থেকে মুম্বইও এসেছিলেন প্রিয়াঙ্কা। তবুও সিনেমার শুটিং শুরু হচ্ছিল না।

বলিউড সূত্র বলছে, এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও ক্য়াটরিনা। প্রিয়াঙ্কার জায়গায় না কি এই ছবিতে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে। অন্যদিকে ক্যাটরিনার জায়গায় না কি দেখা যেতে পারে অনুষ্কা শর্মাকে। 

তবে এগুলোই একমাত্র কারণ নয়। সূত্রের খবর, ফারহান এইমুহূর্তে নিজের পরবর্তী কাজ নিয়েও ব্যস্ত হয়ে পড়েছেন। তাই ‘জি লে জারা’র জন্য সময় দিতে পারছেন না। বলিউডের অন্দরের খবর, ফারহান আর কয়েকদিনের মধ্যেই আমির খানকে নিয়ে নতুন ছবির শ্যুটিং শুরু করতে চলেছেন। আপাতত সেই ছবিরই প্রি প্রোডাকশনের কাজে ব্যস্ত রয়েছেন তিনি।

ছবি- ইন্সটাগ্রাম 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন


সাম্প্রতিকতম

আইপিএল ২০২৩-২৪: দিল্লি ক্যাপিটলসকে হেলায় হারাল কলকাতা নাইট রাইডার্স

দিল্লি ক্যাপিটলস (ডিসি): ১৫৩-৯ (কুলদীপ যাদব ৩৫ নট আউট, ঋষভ পন্থ ২৭, বরুণ চক্রবর্তী...

তপ্ত এই শহরের বুকে আজও জল বয়ে চলে গুটি কয়েক ভিস্তিওয়ালা

চারিদিক জনশূন্য, দুপুরের রোদে খালি মাথায় 'ভিস্তিওয়ালা' চলেছে। এই রোদে মাথা ফেটে যাচ্ছে। তৃষ্ণায় ছাতি ফাটছে। আহার এখনো তার বাকি, তবু এখন জল নিয়ে পৌঁছাবার সময় গন্তব্যে।

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

আরও পড়ুন

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিলেন অভিনেতা।

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

প্রধানমন্ত্রীর ‘বিতর্কিত’ মন্তব্যের সমর্থনে লারা, কী বললেন বলি অভিনেত্রী?

কিছুদিন আগে হায়দরাবাদ থেকে রাহুল গান্ধী বলেছিলেন, কার হাতে কত সম্পত্তি আছে তা সমীক্ষা করে দেখা হবে। কংগ্রেস ক্ষমতায় এলে তা করবে।