টলিউডে বেশ কয়েকমাস ধরেই গুঞ্জন চলছে নুসরত জাহানের প্রাক্তন নিখিল জৈনের সঙ্গে টিনসেল টাউনের অভিনেত্রী সৌরসেনী মৈত্রর মাখো মাখো সম্পর্ক নিয়ে। নিখিল জৈনের পোশাকের ব্র্যান্ডের এখন তিনি প্রধান মুখ। আর এরই সঙ্গে নাকি চলছে তাঁদের দু’জনের সম্পর্কের সমীকরণও। যদিও এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি দু’জনেই।
১৩ এপ্রিল ছিল সৌরসেনীর জন্মদিন। বুধবার মধ্যরাতে নিখিল জৈন এক মিষ্টি পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। অদেখা এক ছবি।
যেখানে সৌরসেনী মন খুলে হাসছেন, আর সেই হাসিতে মগ্ন নিখিল। ক্যাপশনে বিশেষ বান্ধবীর জন্য বিশেষ বার্তা দিয়েছেন ‘শুভ জন্মদিন সৌরসেনী মৈত্র। এইভাবেই হাসতে থাক, যেভাবে সবসময়ে হাসো। তবে নেতিবাচক মানুষদের থেকে সাবধান।‘ অভিনেত্রী নুসরতের সঙ্গে তুরস্কে রাজকীয় বিয়ে সেরেছিলেন নিখিল জৈন। কিন্তু সেই সম্পর্ক এখন অতীত।
তবে নুসরতের হাত ধরে টলিউডে তাঁর যোগাযোগটা বেশ বজায় রয়েছে। তাই নতুন করে তাঁর ব্র্যান্ডের মুখ হিসাবে একাধিক টলিউড সেলেবদের দেখা যায়।
নিখিলের পোশাকের বিপণণী সংস্থার মুখ হতে দেখা গিয়েছে বহু নায়িকাকে। যার মধ্যে সৌরসেনী অন্যতম।
তবে সৌরসেনীর আগে রাইমা সেন, ত্রিধা চৌধুরী, ঊষসী রায়ের সঙ্গে নিখিলের সম্পর্কের কথা ছড়িয়েছিল তবে গুঞ্জনে কান দিতে নারাজ নিখিল। যদিও এটাও সেরকমই গুঞ্জন নাকি এর মধ্যে বাস্তবতা কিছু আছে তা আগামী দিনই প্রমাণ দেবে।
ছবি ও ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন