Homeবিনোদনকেটেছে উত্তরকাশীর সুড়ঙ্গ সংকট, এ বার ছবি তৈরির জন্য দৌড়াদৌড়ি বলিউডে

কেটেছে উত্তরকাশীর সুড়ঙ্গ সংকট, এ বার ছবি তৈরির জন্য দৌড়াদৌড়ি বলিউডে

প্রকাশিত

দর্শকের আবেগ স্পর্শ করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল বাস্তবের কাহিনি বা সত্য ঘটনা। কালজয়ী কিছু চলচ্চিত্রে এ ধরনের সত্য গল্পের নাটকীয় চিত্রায়ন চলচ্চিত্র শিল্পে একটি লাভজনক সূত্র হিসেবে প্রমাণিত হয়েছে। বায়োপিক থেকে শুরু করে ঐতিহাসিক নাটক বা অপরাধ এবং যুদ্ধের গল্প পর্যন্ত সকলের পছন্দের সঙ্গে মানানসই করে তুলেছে বলিউড। ফলে বক্স অফিসে সাফল্যও পেয়েছে। চলচ্চিত্রে বাস্তব জীবনের গল্পের সর্বশেষ সংযোজনের উপাদান হয়ে উঠছে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিকের কাহিনি। উত্তরাখণ্ডের সিলকিয়ারা টানেলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকাণ্ড নিয়েই ছবি তৈরি করতে উদ্যোগী অনেকে।

১২ নভেম্বর থেকে ২৮ নভেম্বর। টানা ১৭ দিন। মৃত্যুমুখ থেকে ৪১ জনকে জীবিত অবস্থায় ফিরিয়ে আনার লড়াই। উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা ৪১ শ্রমিককে বাইরে বের করে আনা হয় মঙ্গলবার রাতে। টানা ১৭ দিন ধরে আটকে থাকার পর সিলকিয়ারা টানেলে আটকে থাকা কর্মীদের একে একে বের করে আনা হয়। রাত্রি ৮টা নাগাদ আটকে থাকা শ্রমিকদের প্রথমজন বেরিয়ে আসেন। রাত ৮টা ৩৮ মিনিটের মধ্যে সম্পন্ন হয় উদ্ধারকাজ। স্বস্তির নিশ্বাস ফেলেন তাঁদের পরিজনেরা। ঘটনাস্থলে উপস্থিত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী শ্রমিকদের সঙ্গে কথা বলেন। সেই খবর পেয়ে স্বস্তির নি:শ্বাস ফেলে গোটা দেশ।

নিউজ১৮-র রিপোর্ট অনুযায়ী, বেশ কয়েকজন চলচ্চিত্র নির্মাতা এবং প্রোডাকশন হাউস ভারতের সফল এই উদ্ধার অভিযানের উপর ভিত্তি করে চলচ্চিত্রের শিরোনাম নথিভুক্ত করার জন্য দৌড়াচ্ছেন। ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসারস অ্যাসোসিয়েশন (আইএমপিপিএ), প্রডিউসার গিল্ড অফ ইন্ডিয়া এবং মুম্বইতে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রডিউসারস কাউন্সিল (আইএফটিপিসি)-এর অফিসে এই সত্য কাহিনির উপর ভিত্তি করে সম্ভাব্য বিভিন্ন চলচ্চিত্রের শিরোনাম রেজিস্টারের জন্য একাধিক আবেদন জমা পড়েছে।

আইএমপিপিএ-এর চেয়ারম্যান এবং অভিনেতা অনিল নাগরথের মন্তব্য উদ্ধৃত করে মিডিয়া রিপোর্ট বলছে, ইতিমধ্যেই তাঁর অফিস উত্তরাখণ্ডের ঘটনা নিয়ে তৈরি করতে চাওয়া বেশ কয়েকটি চলচ্চিত্রের শিরোনাম তালিকাভুক্তির জন্য আবেদন পেয়েছে। যে শিরোনামগুলি এখনও পর্যন্ত নিবন্ধিত হয়েছে, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য ‘রেসকিউ, রেসকিউ-৪১’ এবং ‘মিশন ৪১- দ্য গ্রেট রেসকিউ’। মঙ্গলবার ৪১ জন শ্রমিককে সুড়ঙ্গের বাইরে বের করে আনার পর সারা দেশে যে ভাবে খুশির তরঙ্গ প্রবাহিত হতে দেখা গিয়েছে, তাতে মনে হচ্ছে এই ঘটনার উপর ভিত্তি করে আরও বেশ কিছু চলচ্চিত্র তৈরির আবেদন জমা পড়বে। আইএমপিপিএ-এর চেয়ারম্যান বলেন,”আগামী কয়েক দিনের মধ্যে, আমরা এই সমস্ত অনুরোধগুলি পর্যালোচনা করব এবং আগে আসলে আগে মিলবে, এমন ফরমুলাতেই অনুমতি দেব।”

আরও পড়ুন: ‘ইঁদুর-গর্ত’ প্রক্রিয়ায় উদ্ধার করা হল আটকে থাকা শ্রমিকদের, জেনে নিন কী সেই প্রক্রিয়া

সাম্প্রতিকতম

এশিয়ার সেরা ফোটোজেনিক পর্যটনস্থলগুলির মধ্যে জায়গা করে নিল তাজমহল ও হাম্পি  

খবর অনলাইন ডেস্ক: ক্যামেরাবন্দি করার মতো দৃশ্য চারিপাশে অনেক। এসব স্থান শুধু সাংস্কৃতিক ও...

১ ডিসেম্বর সিবিএসই-র সিটেট পরীক্ষা, অনলাইনে আবেদন কবে পর্যন্ত

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্কুলে শিক্ষকতার চাকরি করবেন বলে স্বপ্ন দেখেন? রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।...

৪২ দিনের কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তারেরা, তবে আন্দোলন চলবে

আরজি করের ঘটনার পর ৪২ দিনের কর্মবিরতি শেষে জুনিয়র ডাক্তারেরা আপাতত কাজে ফিরলেও তাঁদের আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নবান্নে মুখ্যসচিবের চিঠিতে সন্তুষ্ট জুনিয়র চিকিৎসকেরা।

ভারত-বাংলাদেশ ১ম টেস্ট: অশ্বিন ১০২, জাদেজা ৮৬, অপরাজিত থেকে বড়ো স্কোরের স্বপ্ন দেখাচ্ছেন দুই ব্যাটার   

ভারত: ৩৩৯-৬ (রবিচন্দ্রন অশ্বিন ১০২ নট আউট, রবীন্দ্র জাদেজা ৮৬ নট আউট, হাসান মাহমুদ...

আরও পড়ুন

আত্মঘাতী মালাইকা অরোরার বাবা, তদন্তে পুলিশ

মুম্বইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে বুধবার আত্মহত্যা করেছেন অভিনেত্রী ও মডেল মালাইকা...

অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে এফআইআর, পরিচালকের ‘অনিচ্ছাকৃত’ দাবি খারিজ করলেন অভিনেত্রী

অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে অভিনেত্রীর এফআইআর দায়ের। পরিচালক দাবি করেছেন ঘটনা অনিচ্ছাকৃত, তবে অভিনেত্রী তাঁর বক্তব্য সরাসরি খারিজ করেছেন।

যৌন হেনস্তার অভিযোগে ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড অরিন্দম শীল

যৌন হেনস্তার অভিযোগের ভিত্তিতে পরিচালক অরিন্দম শীলকে ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড করা হয়েছে। পরিচালক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন এবং বিষয়টি আইনগত পরামর্শ নিচ্ছেন।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?