Homeবিনোদনকেটেছে উত্তরকাশীর সুড়ঙ্গ সংকট, এ বার ছবি তৈরির জন্য দৌড়াদৌড়ি বলিউডে

কেটেছে উত্তরকাশীর সুড়ঙ্গ সংকট, এ বার ছবি তৈরির জন্য দৌড়াদৌড়ি বলিউডে

প্রকাশিত

দর্শকের আবেগ স্পর্শ করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল বাস্তবের কাহিনি বা সত্য ঘটনা। কালজয়ী কিছু চলচ্চিত্রে এ ধরনের সত্য গল্পের নাটকীয় চিত্রায়ন চলচ্চিত্র শিল্পে একটি লাভজনক সূত্র হিসেবে প্রমাণিত হয়েছে। বায়োপিক থেকে শুরু করে ঐতিহাসিক নাটক বা অপরাধ এবং যুদ্ধের গল্প পর্যন্ত সকলের পছন্দের সঙ্গে মানানসই করে তুলেছে বলিউড। ফলে বক্স অফিসে সাফল্যও পেয়েছে। চলচ্চিত্রে বাস্তব জীবনের গল্পের সর্বশেষ সংযোজনের উপাদান হয়ে উঠছে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিকের কাহিনি। উত্তরাখণ্ডের সিলকিয়ারা টানেলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকাণ্ড নিয়েই ছবি তৈরি করতে উদ্যোগী অনেকে।

১২ নভেম্বর থেকে ২৮ নভেম্বর। টানা ১৭ দিন। মৃত্যুমুখ থেকে ৪১ জনকে জীবিত অবস্থায় ফিরিয়ে আনার লড়াই। উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা ৪১ শ্রমিককে বাইরে বের করে আনা হয় মঙ্গলবার রাতে। টানা ১৭ দিন ধরে আটকে থাকার পর সিলকিয়ারা টানেলে আটকে থাকা কর্মীদের একে একে বের করে আনা হয়। রাত্রি ৮টা নাগাদ আটকে থাকা শ্রমিকদের প্রথমজন বেরিয়ে আসেন। রাত ৮টা ৩৮ মিনিটের মধ্যে সম্পন্ন হয় উদ্ধারকাজ। স্বস্তির নিশ্বাস ফেলেন তাঁদের পরিজনেরা। ঘটনাস্থলে উপস্থিত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী শ্রমিকদের সঙ্গে কথা বলেন। সেই খবর পেয়ে স্বস্তির নি:শ্বাস ফেলে গোটা দেশ।

নিউজ১৮-র রিপোর্ট অনুযায়ী, বেশ কয়েকজন চলচ্চিত্র নির্মাতা এবং প্রোডাকশন হাউস ভারতের সফল এই উদ্ধার অভিযানের উপর ভিত্তি করে চলচ্চিত্রের শিরোনাম নথিভুক্ত করার জন্য দৌড়াচ্ছেন। ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসারস অ্যাসোসিয়েশন (আইএমপিপিএ), প্রডিউসার গিল্ড অফ ইন্ডিয়া এবং মুম্বইতে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রডিউসারস কাউন্সিল (আইএফটিপিসি)-এর অফিসে এই সত্য কাহিনির উপর ভিত্তি করে সম্ভাব্য বিভিন্ন চলচ্চিত্রের শিরোনাম রেজিস্টারের জন্য একাধিক আবেদন জমা পড়েছে।

আইএমপিপিএ-এর চেয়ারম্যান এবং অভিনেতা অনিল নাগরথের মন্তব্য উদ্ধৃত করে মিডিয়া রিপোর্ট বলছে, ইতিমধ্যেই তাঁর অফিস উত্তরাখণ্ডের ঘটনা নিয়ে তৈরি করতে চাওয়া বেশ কয়েকটি চলচ্চিত্রের শিরোনাম তালিকাভুক্তির জন্য আবেদন পেয়েছে। যে শিরোনামগুলি এখনও পর্যন্ত নিবন্ধিত হয়েছে, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য ‘রেসকিউ, রেসকিউ-৪১’ এবং ‘মিশন ৪১- দ্য গ্রেট রেসকিউ’। মঙ্গলবার ৪১ জন শ্রমিককে সুড়ঙ্গের বাইরে বের করে আনার পর সারা দেশে যে ভাবে খুশির তরঙ্গ প্রবাহিত হতে দেখা গিয়েছে, তাতে মনে হচ্ছে এই ঘটনার উপর ভিত্তি করে আরও বেশ কিছু চলচ্চিত্র তৈরির আবেদন জমা পড়বে। আইএমপিপিএ-এর চেয়ারম্যান বলেন,”আগামী কয়েক দিনের মধ্যে, আমরা এই সমস্ত অনুরোধগুলি পর্যালোচনা করব এবং আগে আসলে আগে মিলবে, এমন ফরমুলাতেই অনুমতি দেব।”

আরও পড়ুন: ‘ইঁদুর-গর্ত’ প্রক্রিয়ায় উদ্ধার করা হল আটকে থাকা শ্রমিকদের, জেনে নিন কী সেই প্রক্রিয়া

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

আরও পড়ুন

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

শাহরুখ খানের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে শুরু হচ্ছে দুই সপ্তাহব্যাপী ‘শাহরুখ খান ফিল্ম ফেস্টিভ্যাল’

খবর অনলাইন ডেস্ক: বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান এবার ভক্তদের জন্য নিয়ে আসছেন এক...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।