Home বিনোদন ‘উস্কানিমূলক’ মন্তব্যের জেরে মিঠুনের বিরুদ্ধে এফআইআর, কী বলেছিলেন ‘মহাগুরু’

‘উস্কানিমূলক’ মন্তব্যের জেরে মিঠুনের বিরুদ্ধে এফআইআর, কী বলেছিলেন ‘মহাগুরু’

0
ছবি মিঠুন চক্রবর্তীর ‘এক্স’ থেকে নেওয়া

বিজেপি নেতা এবং প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ‘উস্কানিমূলক’ মন্তব্য করার অভিযোগে কলকাতা পুলিশের বউবাজার থানায় এই এফআইআর দায়ের করা হয়েছে।

লালবাজারের একটি সূত্র জানিয়েছে, সোমবার বউবাজার থানায় একটি লিখিত অভিযোগে মিঠুনের বক্তব্যকে উস্কানিমূলক হিসেবে উল্লেখ করে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে অভিযোগকারীর নাম গোপন রাখা হয়েছে। থানার নথি অনুসারে, এই এফআইআরটির নম্বর ২৫৫।

সদ্য ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারপ্রাপ্ত মিঠুন সম্প্রতি বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের সময় কলকাতায় আসেন। এই সফরের অংশ হিসেবে গত ২৭ অক্টোবর এক সভায় মিঠুন বলেন, ‘‘আমি স্বরাষ্ট্রমন্ত্রী সামনেই বলছি, যা করতে হয় সব করব। আমাদের এখানকার এক নেতা বলেছেন, ৭০ শতাংশ মুসলিম, ৩০ শতাংশ হিন্দু। কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। ভাবলাম মুখ্যমন্ত্রী কিছু বলবেন। কিন্তু কিছু হল না। আমি মুখ্যমন্ত্রী নই। তবে বলে রাখছি, তোমার মাটিতেই তোমাকে পুঁতে দেব।’’

মিঠুনের এই মন্তব্যের পাশাপাশি, তিনি আরও বলেন, ‘‘আমাদের এমন কর্মী দরকার যারা বুক চিতিয়ে বলবেন, মার! কত গুলি আছে দেখি!’’ হিন্দু-মুসলিম সম্পর্কিত কথোপকথন টেনে প্রবীণ অভিনেতা আরও বলেছিলেন, ‘‘এটা অভিনেতা মিঠুন চক্রবর্তী বলছে না, এটা ১৯৬৮ সালের ২৮ বছর বয়সি মিঠুন বলছে। রাজনীতি করেছি, রক্তের রাজনীতি করেছি। সব জানি, কে কোথা থেকে কী করবে।’’

মিঠুনের এই ধরনের মন্তব্য তাঁর সিনেমার মারকাটারি সংলাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও, বাস্তব জীবনে এ ধরনের বক্তব্য তাঁকে বিতর্কের মুখে ফেলেছে। লালবাজার সূত্রে জানা গেছে, মিঠুনের এই মন্তব্যের কারণেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এখন দেখার বিষয়, কলকাতা পুলিশ এ বিষয়ে কী পদক্ষেপ নেয়।

আরও পড়ুন: দুর্ঘটনা এড়াতে পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজের ফুটপাত লোহার গার্ড রেল দিয়ে আটকানোর প্রস্তাব পুলিশের

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version