দু’দিনে তিন বার পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি সুপ্রিম কোর্টে। বুধবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানি হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। প্রধান বিচারপতি জানিয়েছেন, মামলাটি বৃহস্পতিবার শুনবেন। তবে শুনানি সকাল না দুপুরে হবে, তা এখনও ঠিক হয়নি। আইনজীবীদের নিজেদের মধ্যে আলোচনা করে আদালতকে সময় জানানোর পরেই চূড়ান্ত সময় নির্ধারিত হবে।
মামলাটি প্রথমে মঙ্গলবার শুনানির জন্য তালিকাভুক্ত ছিল। পরে বুধবার সকালে প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুনানি শুরু হওয়ার কথা বলা হয়েছিল। তবে বুধবার সকাল ও বিকেলে বেঞ্চ বসলেও আরজি কর মামলা তালিকাভুক্ত হয়নি। বিকেল ৪টে নাগাদ বেঞ্চ উঠে যাওয়ায়, মামলাটি বৃহস্পতিবারে পিছিয়ে যায়। প্রধান বিচারপতি জানান, সন্ধ্যায় একটি অনুষ্ঠানে যোগ দিতে তাঁকে বের হতে হবে।
বুধবারের শুনানি না হওয়ায় পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী কপিল সিব্বল পরবর্তী সপ্তাহে শুনানি চেয়েছিলেন। তবে মামলার জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজি তদন্তে সিবিআইয়ের ভূমিকা নিয়ে আদালতে প্রশ্ন তুলেছিলেন। বেঞ্চ তখন বৃহস্পতিবার শুনানি হবে বলে জানায়।
বুধবারের শুনানিতে আরজি কর মামলার তদন্ত সংক্রান্ত স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল সিবিআইয়ের। পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে সিভিক ভলান্টিয়ার নিয়ে হলফনামা জমা দেওয়া এবং হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। রাজ্য জানিয়েছে, অক্টোবরের শেষের মধ্যে নির্ধারিত কাজগুলি শেষ হবে, এবং তার স্টেটাস রিপোর্টও আদালতে জমা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে ১০ নভেম্বর অবসর নেবেন ডিওয়াই চন্দ্রচূড়। শুক্রবার, ৮ নভেম্বর, তার শেষ বিচার দিনের বেঞ্চ বসবে কারণ ৯ এবং ১০ তারিখে শনি ও রবিবার পড়ায় তিনি শেষবারের মত বেঞ্চে বসবেন আগামী শুক্রবার।
প্রসঙ্গত, গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালে চিকিৎসক-শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। এই মামলার পাশাপাশি একটি আর্থিক দুর্নীতির মামলাও চলছে, এটিরও তদন্ত করছে সিবিআই।
আরও পড়ুন: ‘উস্কানিমূলক’ মন্তব্যের জেরে মিঠুনের বিরুদ্ধে এফআইআর, কী বলেছিলেন ‘মহাগুরু’