ফের বলিউডে পা রাখতে চলেছেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানেই অনুগামীদের কাছে এক আলাদা ভালোবাসা, তা বলার অপেক্ষা রাখে না। তিনি অনেক সুপারহিট সিনেমা অনুগামীদের উপহার দিয়েছেন, তা প্রায় সকলেই জানে, তাঁর অভিনয়ে আজও বুঁদ হয়ে থাকেন সকল অনুগামীরা।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত জুবিলি সিরিজে বুম্বাদার লুক থেকে চোখ সরাতে পারছেন না ভক্তরা, অভিনেতা হিরো সুলভ লুকে তাক লাগিয়েছেন ভক্তদের। পরনে স্যুট-প্যান্ট, চোখে দামি চশমা, নয়া লুক দেখে অবাক হয়েছে ভক্তকূল।
আবার তার মধ্যে এল নতুন খবর। ফের নতুন ওয়েব সিরিজে দেখা যাবে প্রসেনজিৎকে। তবে এইবার সাংবাদিকের চরিত্রে তিনি নিজেকে মেলে ধরবেন।
হনসল মেহেতার নতুন সিরিজ ‘স্কুপ’ -এ তদন্তকারী সাংবাদিকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎকে। বৃহস্পতিবারই প্রকাশ্যে এল এই সিরিজের ফার্স্টলুক। সিরিজে ফার্স্টলুকে এক গাল দাড়ি, চোখে চশমা, নতুন লুকে ফের নজর কাড়লেন প্রসেনজিৎ।
সাংবাদিক জিগনা ভোরার আত্মজীবনী ‘বিহাইন্ড দ্য বার্স ইন বাইকুল্লা: মাই ডেজ ইন প্রিজন’ অবলম্বনে তৈরি হয়েছে হনসল মেহেতার এই সিরিজ। নেটফ্লিক্সে দেখা যাবে এই সিরিজটি।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন