হঠাৎ এত টাকার দরকার পড়ল কেন? বিছানায় ছড়ানো রয়েছে ভর্তি টাকা। সেই সাজানো টাকার গদিতে বেশ আয়েস করে শুয়ে পড়লেন অনায়াসে।
বলিষ্ঠ চরিত্রের হাত ধরে ওটিটি-তে ডেবিউ করছে শাহিদ কপুর। শুক্রবার মুক্তি পেয়েছে ফর্জির ট্রেলার।
আমাজন প্রাইম ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে শাহিদ অভিনীত এই ওয়েব সিরিজ। যাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি। রয়েছেন কে কে মেনন, রাশি খান্না, অমল পালেকর, ভুবন অরোরা, রেজিনা কাসান্দ্রা, কুবরা সৈত। সিরিজের এপিসোডগুলি পরিচালনার দায়িত্ব সামলেছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজ খ্যাত পরিচালক জুটি রাজ ও ডিকে।
ফর্জি সিরিজে শাহিদ কপুরকে দেখা যাবে প্রতারকের বেশে। শিল্পীর মতো করে প্রতারণা করতে পারে তাঁর চরিত্র। সে খুব ভালো আঁকতে পারে। ফলে যে কোনও জিনিসের ডুপ্লিকেট একেবারে অরিজিন্যালের মতো করেই বানায়। তাঁর দোসর যখন তাঁকে প্রশ্ন করে, “আমরা জাল নোট বানাব?” তখন পালটা উত্তর, “নাহ, অরিজিন্যাল নোটও তো কোনও না কোনও মানুষ বানিয়েছে। আমরা ডিরেক্ট সেই নোট বানাব।” বন্ধুকে সে সাফ জানিয়ে দেয় যে তাঁর মাস্টারপ্ল্যান একেবারে আলাদা। সকলে যা করেছে সেটা সে করবে না।
আগামী ১০ ফেব্রুয়ারি আমাজন প্রাইমে মুক্তি পাবে ওয়েব সিরিজটি।
ছবি ও ভিডিও-ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও জানতে পড়ুন খবর অনলাইন।