হাতে গুনে আর কয়েকটা দিন সময় আছে। এরপরই শুরু হয়ে যাবে বাঙালির প্রিয় উৎসব দূর্গোৎসব। ইতিমধ্যেই পাড়ার মোড়ে মোড়ে বিভিন্ন ক্লাবগুলিতে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে।
আর কিছুদিনের মধ্যেই মন্ডপে চলে আসবেন প্রতিমা। প্রতি বছরই বিভিন্ন পাড়ার বিভিন্ন ক্লাবগুলিতে তারকাদের নিয়ে আসা হয় পুজো উদ্বোধন করার জন্য। যাতে সেই মন্ডপে আরও বেশি করে জনগণের ভিড় হয়। কাদের পুজো কত বড় হল কোন তারকা আসলেন কোন ক্লাবে সেই নিয়ে চলে জোরদার প্রতিযোগিতা।
যত নামি তারকা পুজো উদ্বোধন করতে আসবেন টাকার অঙ্কও ততটাই ভারী। কেউ কেউ চেয়ে বসেন লাখ টাকা আবার কেউ হাজারেই খুশি। প্রতিবছরই বড় বড় ক্লাবগুলিতে পুজো উদ্বোধনের জন্য কোনো না কোনো সেলিব্রেটিকে দেখা যায়। বরাবরই নিজেদের সেরা করে রাখতে সকলেই চেষ্টা চালিয়ে যান।
পুজো উদ্বোধনে যেমন দেখা যায় বড় পর্দার সেলেবদের তেমনই দেখা যায় ছোট পর্দার তারকাদের। তবে, জানেন কি পুজো উদ্বোধন করতে কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন সেলেবরা।
শোনা গেছে, পুজোর উদ্বোধনে সব থেকে বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন কোয়েল মল্লিক। সেই তুলনায় অনেক কম টাকা নিয়ে থাকেন টিভি তারকারা।
কোয়েল মল্লিক পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন ৫ লক্ষ টাকা। তাঁর থেকে কম নেন বুম্বা দা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন ৩ লক্ষ টাকা। তেমনই দেব পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন ৩ লক্ষ টাকা। তেমনই মিমি চক্রবর্তী পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন আড়াই লক্ষ টাকা।
আবার শুভশ্রী পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন ২ লক্ষ টাকা। তেমনই শ্রাবন্তী পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন ২ লক্ষ টাকা। অঙ্কুশ পুজো উদ্বোধন করতে নেন ২ লক্ষ টাকা। সায়ন্তিকা পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন দেড় লক্ষ। যশ দাশগুপ্ত পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন দেড় লক্ষ টাকা। আবার দিতিপ্রিয়া রায় পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন ১ লক্ষ।
ছোট পর্দার তারকারা তুলনামূলক কম টাকা নিয়ে থাকেন। স্বস্তিকা ঘোষ পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন ৫০ হাজার টাকা। আবার অঙ্কিতা মল্লিক পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন ৫০ হাজার। শুভস্মিতা মুখোপাধ্যায় পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন ৪০ হাজার। সৃজলা গুহ পুজো উদ্বোধন করতে নিয়ে থাকেন ৪০ হাজার।
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন