ধূমধাম করে আবু ধাবিতে আয়োজিত হয়েছে আইফা ২০২৩ এর অনুষ্ঠান। ভারতীয় চলচ্চিত্র জগতে ইন্টারনাশনল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড এর গুরুত্ব অপরিসীম। ২৩তম আইফা (ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড) আয়োজন ঘিরে আবুধাবিতে বসেছিল তারার মেলা।
২৬ ও ২৭ মে দুই দিনব্যাপী অনুষ্ঠানে বলিউড তারকাদের পারফরম্যান্সে জমে উঠেছিল অ্যাওয়ার্ড মঞ্চ। বলিউড তারকাদের পারফরম্যান্সে জমে উঠেছিল অ্যাওয়ার্ড মঞ্চ। সালমান খান থেকে শুরু করে ভিকি কৌশল, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, মৌনি রায়, সারা আলি খান, জ্যাকলিন ফার্নান্ডেজ, নোরা ফাতেহি, অভিষেক বচ্চনের মতো তারকারা এবারের আইফায় হাজির ছিলেন।
সেখানেই সেরা পরিচালকের খেতাব জিতে নিলেন আর মাধবন। অভিনেতা পরিচালিত ছবি ‘রকেট্রিঃ দ্য নম্বি এফেক্ট’ এর জন্যে সেরা পরিচালকের পুরস্কার এল মাধবনের ঝুলিতে।
সেরা অভিনেতার খেতাব জিতে নিলেন বলিউড তারকা হৃত্বিক রোশন। ‘বিক্রম বেদা’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য এই পুরস্কার দেওয়া হয় ‘গ্রিক গড’-কে।
আলিয়া ভাট গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির জন্য আইফা ২০২৩-এ প্রধান ভূমিকায় সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। তাঁর দাদু নরেন্দ্র রাজদান অসুস্থ থাকায় তিনি উৎসবের রাত মিস করেছেন বলে জানা গেছে। আলিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রযোজক জয়ন্তীলাল গাড়া।
ব্রহ্মাস্ত্র: প্রথম অংশ – শিবা অনেক পুরস্কার জিতেছে। শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং এই ছবির জন্য সেরা প্লেব্যাক গায়কের পুরস্কার জিতেছেন।
ব্রহ্মাস্ত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন মৌনি রায়।
জুগ্গ জুগ জিয়ো ছবির জন্য অনিল কাপুরকে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার দেওয়া হয়।
মনীশ মালহোত্রাকে সিনেমায় ফ্যাশনের জন্য অসামান্য কৃতিত্ব প্রদান করা হয়।
রিতেশ দেশমুখ পরিচালিত মারাঠি ছবি বেদ আঞ্চলিক সিনেমায় অসামান্য কৃতিত্ব পেয়েছে।
ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবার জন্য প্রীতমকে সেরা সঙ্গীত নির্দেশনার পুরস্কার দেওয়া হয়েছে।
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন