মেয় আপনি্ ফেবারিট হুঁ’, গীতের এই ডায়লগ আজও ভুলতে পারেনি সিনেমাপ্রেমীরা। শাহিদ-করিনা জুটির সবচেয়ে চর্চিত ছবি ‘জব উই মেট’। পরিচালক ইমতিয়াজ আলির কাছে দীর্ঘদিন ধরে অনুরাগীদের দাবি তৈরি করা হোক ‘জব উই মেট ২’। এইবার সেই দাবি জোরালো করলেন খোদ করিনা কাপুর খান।
পড়ুন: ফের টলি পাড়ায় সৌমিত্র-উত্তমের ‘ঝিন্দের বন্দি’, পরিচালক অরিন্দম কী জানালেন?
২০০৭ সালে ইমতিয়াজ আলির অসাধারণ গল্প ‘জব উই মেট’ লেখার এবং বলার ভঙ্গিতে বক্স অফিসে হইহই পড়ে গেছিল। ছবি মুক্তির আগে ‘জব উই মেট’ নিয়ে তত কথাবার্তা হয়নি।
কিন্তু মুক্তির পর লোকের মুখে মুখে সেই ছবি সাফল্যের শিখর ছুঁয়েছিল। আজও বলিউডের সেরা প্রেমের ছবিগুলির মধ্যে উপরের দিকেই নাম থাকবে এই ছবির।
শোনা গেছে, রাজ মেহতা ‘গান্ধার ফিল্মস’-এর ব্যানারে এই ছবির দ্বিতীয় কিস্তি বানানোর কথা ভাবছেন। এবং ইমতিয়াজই পরের ছবিটির পরিচালনা করতে চলেছেন। যদিও এই খবরে শিলমোহর দেননি নির্মাতারা। ‘জব উই মেট ২’-এর জন্যই দুই প্রাক্তন আবার এক হতে পারেন। গীতের ভূমিকায় ফের করিনা কাপুর খান এবং আদিত্যর ভূমিকায় শাহিদ কাপুরকেই দেখা যেতে পারে।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন