বলিউড বাদশা শাহরুখ খান সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আকাশচুম্বী ভবন বুর্জ খলিফা বহুবার আলোকিত করেছেন। গত ১০ জানুয়ারি ‘পাঠান’ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছিল। সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের আকাশচুম্বী ভবন বুর্জ খলিফাতে দেখানো হয়েছিল ‘পাঠান’ সিনেমার ট্রেলার। এবারও ‘জওয়ান’ ছবির ট্রেলার মুক্তির জন্য সেই বুর্জ খলিফাকেই বেছে নেওয়া হচ্ছে বলেই খবর।
মধ্যপ্রাচ্যের এই দেশটিতে শাহরুখের অসংখ্য ভক্ত রয়েছে। তাই জওয়ান ছবির ট্রেলার মুক্তির জন্য দুবাইয়ের বুর্জ খলিফাকে বেছে নিয়েছেন ছবি নির্মাতারা।
সোমবারই বুর্জ খালিফার দেওয়াল জুড়ে দেখা মিলল ‘জওয়ান’ ওরফে শাহরুখের। আর সেই ছবি শেয়ার করেই শাহরুখ জানিয়ে দিলেন, ৩১ আগস্ট বুর্জ খালিফায় মুক্তি পাবে এই ছবির ট্রেলার।
পড়ুন: ফের একসাথে স্ক্রিনশেয়ার করছেন অমিতাভ-শাহরুখ, কোন ছবির জন্য জুটি বাঁধছেন ২ সুপারস্টার?
অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’-এ অভিনয় করেছেন শাহরুখ। তাঁর বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে। এখবর আগেই জানা গিয়েছিল। আগাম ঝলকে অ্যাকশনের মেজাজে দীপিকা পাড়ুকোনকেও দেখা যায়। সূত্রের খবর, ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রা-সহ একঝাঁক তারকা।
২০২২ সালের জুন মাসে প্রকাশ্যে আসে ‘জওয়ান’ ছবির টিজার। প্রথম ঝলকেই মন জয় করেন কিং খান। ‘জওয়ান’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২ জুন, ২০২৩ সালে, পাঁচ ভাষায় হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড়।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন