অবশেষে বহু প্রতীক্ষার অবসান। দীর্ঘ দিন পরে করণ জোহার পরিচালনার ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র টিজার প্রকাশ্যে এসেছে।
বরফ ঢাকা পাহাড়ে শিফন শাড়ি পরে রোমান্স করা থেকে নাচ-গানের জমজমাট দৃশ্যে ভরপুর ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র টিজার। গতকাল মুক্তি পেয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির টিজার। সম্পর্কের নানা রং, নানা দিক ফুটে উঠবে এই ছবিতে। আলিয়া এবং রণবীর আসছেন করণ জোহরের এই ছবিতে ভালোবাসার উদযাপন করতে।
টিজারে দেখা মিলেছে বাঙালি অভিনেতা চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায় চৌধুরীরও। করণের এই ছবির আরও ইউএসপি রয়েছে। বহুদিন বাদে এই ছবিতে দেখা যাবে ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও শাবানা আজমিকে।
তবে ‘রকি রানি কি প্রেম কাহানি’ ছবির ১ মিনিট ১৮ সেকেন্ডের টিজারে করণ বুঝিয়ে দিলেন ‘কভি খুশি কভি গম’, ‘কুছ কুছ হোতা হ্য়ায়’, ‘কভি অলবিদা না কহেনা’র ম্যাজিককে মুঠিবদ্ধ করে রকি-রানির প্রেমের গল্পে মিশিয়েছেন তিনি। সেই বড় বড় ফিল্মি সেট, বরফের মাঝে নায়িকার শিফন শাড়ি। প্রেম, আদর, কান্না মেশানো করণের ফ্যাক্টরিতে তৈরি চেনা ফ্যামিলি ড্রামা।
এই ছবির টিজার দেখার পর শাহরুখ খান নিজে বন্ধু করণের এই ছবির টিজার পোস্ট করে তাকে শুভেচ্ছা জানান। কিং খান তার উদ্দেশ্যে লেখেন, ‘পরিচালক হিসেবে ২৫ বছর পার। তুমি অনেকটা পথ হেঁটে এসেছ। তোমার বাবা আর আমার বন্ধু টম আঙ্কেল নিশ্চয় আজও তোমায় কোথাও থেকে দেখছেন। আর ভীষণ গর্ববোধ করছেন। উনি সব সময় তোমায় অনেক বেশি বেশি ছবি বানানোর কথা বলতেন। আর আমরা সবাই জানি তুমি সেটা পারও।’
রকি অউর রানি কি প্রেমকাহিনি’র সুবাদেই বছর পাঁচেক বাদে ফের পরিচালকের আসনে বসেন করণ জোহর। ‘গাল্লি বয়’ ছবির পর করণের এই ছবিতে ফের জুটি বাঁধলেন রণবীর এবং আলিয়া। প্রেম, ভালোবাসা, আদর, কান্না, পারিবারিক টানাপড়েন মেশানো ছবি প্রেক্ষাগৃহে আসছে আগামী ২৮ জুলাই।
ভিডিও- ইউটিউব
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন