অ্যাই দিল হ্যায় মুশকিল ছবির সাত বছর পর ফের ছবির পরিচালনায় ফিরেছেন করণ জোহার। ছবির নাম রকি অউর রানি কি প্রেম কাহানি।
কিন্তু এই ছবিতে জয়া বচ্চনকে দেখা যাবে নেতিবাচক ভূমিকায়। প্রথমবার খলনায়িকার চরিত্রে দর্শক মনে জয়া কেমন প্রভাব ফেলেন সে তো সময়ই বলবে।
ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, করণ জোহর না কি নিজেই জয়া বচ্চনের এই চরিত্র নিয়ে একটা ইঙ্গিত দিয়েছেন।
এই রোম্যন্টিক ফ্যামিলি ড্রামা ফিল্মে জুটি বেঁধেছেন রণভীর সিং ও আলিয়া ভাট। রয়েছেন। এছাড়া এই ছবিতে আছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি। পাশাপাশি ছবিতে দেখা যাবে দুই টলিউড তারকা চু্র্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায় চৌধুরীকেও।
ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে মুক্তি পাবে রকি অউর রানি কি প্রেম কাহানি। এমনটাই আগেভাগেই জানিয়েছিলেন করণ জোহর। সেই মতো চলছিল ছবির শ্যুটিং। কিন্তু কেজোর পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায় আলিয়া ভাটের প্রেগনেন্সি। রণভীর ও আলিয়ার বেশ কিছুটা শ্যুটিং বাকি ছিল। যার মধ্যে রয়েছে ছবির একটি রোম্যান্টিক গানের শ্যুটিংও। নায়িকা সন্তানসম্ভবা হয়ে পড়ায় সেই শ্যুটিং আর শেষ করতে পারেননি করণ। তাই ছবির মুক্তি পিছিয়ে দিয়েছিলেন তিনি। সম্ভবত ২৮ জুলাই মুক্তি পাবে রকি অউর রানি কি প্রেম কাহানি।
ভিডিও-ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন