খুব শীঘ্রই রুহ বাবার বেশে কামব্যাক করছেন তিনি। অন্ধকার স্যাঁতস্যাঁতে মহল, কয়েকটা ঝাড়বাতি, গা ছমছমে চারপাশ। তার মধ্যে থেকেই ভেসে আসছে কার্তিক আরিয়ানের গলা।
সোশ্যাল মিডিয়ায় ১ মার্চ ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির টিজার শেয়ার করেছেন কার্তিক আরিয়ান। টিজারের শুরুতে দেখা গিয়েছে, চেনা ভুতুড়ে রাজবাড়ি। ধীরে ধীরে দর্শককে রাজবাড়ির অন্দরের চেনা ঘরে নিয়ে গিয়েছেন পরিচালক আনিস বাজমি।
এই ছবি মুক্তি পাবে ২০২৪ সালের দীপাবলিতে। ৫৭ সেকেন্ডের এই ট্রেলার বেশ গা ছমছমে। ট্রেলারে শোনা গেল অরিজিৎ সিংহের কন্ঠে ‘আমি যে তোমার’ গানও। তবে এই ছবিতে আর কোন অভিনেতা অভিনেত্রীকে দেখা যাবে, সেই খবর এখনও পাওয়া যায়নি।
২০০৭ সালে অক্ষয় কুমার, বিদ্যা বালান অভিনীত, প্রিয়দর্শন পরিচালিত ‘ভুল ভুলাইয়া’ ছবিটি ৮৪ কোটি টাকার ব্যবসা করে বক্স অফিসে। মুম্বই সংবাদ সূত্রের খবর অনুযায়ী ২০২২ সালে ‘ভুল ভুলাইয়া ২’ ব্যবসা করে প্রায় ২৫০ কোটি।
ভিডিও- ইন্সটাগ্রাম।
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us