এই না কি শেষ। এখানেই ইতি টানতে চলেছেন। আর কোনও সিনেমা করবেন না। আচমকা বলিউড ক্যুইন ক্যাটরিনা কাইফ এমনটাই না কি সিদ্ধান্ত নিয়েছেন বলেই খবর।
২০০৫ সালে ‘ম্যায়নে প্যায়ার কিঁউ কিয়া’ ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন ক্যাট সুন্দরী। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যেত ক্যাটরিনার মাথার উপর সলমনের হাত রয়েছে। দীর্ঘদিন প্রেমের সম্পর্কেও ছিলেন তাঁরা। কিন্তু বলি সুলতানের এই প্রেমটিও ছাদনাতলা পর্যন্ত গড়ায়নি৷
সেইসব অতীতকে পিছনে ফেলে, ২০২১ সালে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ক্যাটরিনা। খুব শীঘ্রই সলমনের সঙ্গে মুক্তি পেতে চলেছে ক্যাটরিনার পরবর্তী ছবি ‘টাইগার থ্রি’। কিন্তু আর নয়, এখানেই না কি শেষ।
সম্প্রতি এক চিত্র সমালোচক, টুইট করে জানান, ‘ক্যাটরিনা কাইফ বলেছেন, ‘টাইগার থ্রি’ সলমন খানের সঙ্গে তাঁর শেষ সিনেমা। এর পর তাঁর সঙ্গে আর কোনও কাজ করবেন না।‘
ভিকিই না কি এই ব্যাপারটা পছন্দ করছেন না। তবে কি ভিকির সিদ্ধান্তেই এত বড় সিদ্ধান্ত নিলেন ক্যাটরিনা। ‘টাইগার থ্রি’-র সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক মণীশ শর্মা। এই ছবির শুটিং হয়েছে তুরস্ক, রাশিয়া, অস্ট্রেলিয়া ও দিল্লিতে।
ভিডিও- ইন্সটাগ্রাম
খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন