কৌশিক গাঙ্গুলির নতুন ছবি ‘অসুখ বিসুখ’, সম্পন্ন হল শুভ মহরৎ-এর কাজ

একের পর এক ছবি বানাচ্ছেন পরিচালক কৌশিক গাঙ্গুলি। গতকাল ছিল কৌশিক গাঙ্গুলির নতুন ছবি ‘অসুখ বিসুখ’-এর শুভ মহরৎ।  

কৌশিকের এই ছবিটিতে মজার মোড়কে তুলে ধরা হবে চিকিৎসার বিভিন্ন দিকের কথা। এমনই একটা গল্পকে বেছে নিয়েছেন কৌশিক।

ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, ইশা সাহা, অঙ্কুশ হাজরা, সায়নী গুপ্ত।

এই ছবিতে পর্দায় না থাকলেও, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কৌশিক পুত্র উজান। বাবার সঙ্গে মিলে এই ছবির সংলাপ লিখেছেন তিনি। 

এই ছবির সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করবেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। এই ছবিতে দেখা যেতে পারে পরণ বন্দ্যোপাধ্যায় ও লাবণী সরকারকেও।  তবে এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। খুব তাড়াতাড়ি শুরু হবে ছবির শুটিং।    

 

ছবি- ইন্সটাগ্রাম 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

বিজ্ঞাপন