Home Uncategorized কিয়ারার জন্মদিন উদযাপন করতে কোথায় গেলেন সিদ্ধার্থ? মা হওয়ার ব্যাপারে কী জানালেন...

কিয়ারার জন্মদিন উদযাপন করতে কোথায় গেলেন সিদ্ধার্থ? মা হওয়ার ব্যাপারে কী জানালেন অভিনেত্রী?

বলিউডের জনপ্রিয় তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আডবাণী। চলতি বছর ফেব্রুয়ারি মাসে বিয়ে করে সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আডবাণী।

বলিউডের জনপ্রিয় তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আডবাণী। চলতি বছর ফেব্রুয়ারি মাসে বিয়ে করে সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আডবাণী।

‘শেরশাহ’ সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধেছিলেন কিয়ারা। দু’জনের অনস্ক্রিন প্রেমের জল গড়ায় অফস্ক্রিনে। বলিউডের হ্যান্ডসাম হিরোকে মন দিয়ে বসেন অভিনেত্রী। 

সবেমাত্র ৫ মাস হয়েছে তাঁদের দাম্পত্য জীবনের। যখনই একসঙ্গে দেখা গেছে যুগলকে, তাদের ভালোবাসায় মাখা চোখ টেনেছে অনুরাগীদের। এক অপরকে চোখে হারাচ্ছেন তারা। ৩১ জুলাই ৩১ এ পা দেবেন  অভিনেত্রী।

পড়ুন: ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবি নিয়ে কী বললেন কঙ্গনা? রণবীরকে কী পরামর্শ দিলেন অভিনেত্রী? 

তার আগেই স্ত্রীকে নিয়ে ছুটি কাটাতে সিদ্ধার্থ পাড়ি দিয়েছেন বিদেশে। বিমানবন্দরে স্ত্রী কিয়ারাকে আগলে রাখতেই দেখা গেছে তাকে। যদিও এই ৫ মাসে ছবি প্রচারের সময় অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়ায়। যদিও সেটি ছিল গুজব। তবে মা হতে চান কিয়ারা, নেপথ্যে রয়েছে অভিনব এক কারণ।

এক সাক্ষাৎকারে কিয়ারা জানান, তিনি মা হতে চান। শুধু মাত্র খাওয়ার জন্য। নিত্যদিন তাঁকে মেনে চলতে হয় কড়া ডায়েট। কিন্তু মা হলে আর থাকবে না সেই বাধ্যবাধকতা। কিয়ারা জানিয়েছেন মা হলে যখন যা খুশি খেতে পারবেন, আর সেই কারণেই মা হওয়ার এর বাসনা তাঁর। 

সম্প্রতি মুক্তি পেয়েছিল কিয়ারা অভিনীত ‘সত্যপ্রেম কি কথা’। বিপরীতে ছিলেন কার্তিক আরিয়ান। ছবিটি বক্সঅফিসে বেশ হিট হয়েছিল। এ ছাড়াও রামচরণের সঙ্গে ‘গেম চেঞ্জার’-এও দেখা যাবে তাঁকে। শুধু কি তাই? ‘ওয়ার ২’ ছবিতে জুনিয়র এনটিআর ও হৃতিক রোশনের সঙ্গে দেখা যাবে কিয়ারাকেও।

ছবি- ইন্সটাগ্রাম

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

Advertisements
Claim Your Gift Card Now
বিজ্ঞাপন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version