Homeবিনোদনতীব্র গরমে ‘জঙ্গলে মিতিন মাসি’-র শুটিং-এ কোয়েল, কী জানালেন অভিনেত্রী?

তীব্র গরমে ‘জঙ্গলে মিতিন মাসি’-র শুটিং-এ কোয়েল, কী জানালেন অভিনেত্রী?

প্রকাশিত

টলিউডে আবার আসছে মিতিন মাসি। টলি ডিভা কোয়েল মল্লিকের কেরিয়ারে অন্যতম উল্লেখযোগ্য সিনেমা ‘মিতিন মাসি’। টলিউডে কয়েক দশক ধরে রাজ করেছেন রঞ্জিত মল্লিক কন্যা কোয়েল মল্লিক।

তবে বিয়ের পর সিনেমা করা অনেকটাই কমিয়ে দিয়েছেন তিনি। এখন অন্য ধরণের সিনেমা করতেই ভালোবাসেন কোয়েল। যাই হোক, মিতিন মাসির দ্বিতীয় অধ্যায়ের কাজ শেষ করলেন অভিনেত্রী। 

সুচিত্রা ভট্টাচার্যের লেখা সারান্ডায় শয়তানের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে এই ছবি। প্রথমে অন্য গল্প অবলম্বনে মিতিনের দ্বিতীয় সংস্করণের তৈরি করা কথা থাকলেও, শেষ পর্যন্ত বদল ঘটেছে। তাই ছবির নাম বদলেছে, ‘জঙ্গলে মিতিন মাসি’। মে মাস থেকে ছবির শুটিং শুরু করেছিলেন কোয়েল। জানা গেছে, ছবির শুটিং হয়েছে কলকাতা, সারান্ডা এবং দলমায়।

শেষ হল অরিন্দম শীলের আপকামিং ছবি ‘জঙ্গলে মিতিন মাসি-র শ্য়ুটিং। ৪৭ ডিগ্রি তাপমাত্রায় শ্য়ুটিং করে, নিজের সোশ্যাল পেজে ব়্যাপ আপের ছবি শেয়ার করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ছবিতে মিতিন মাসির চরিত্রে অভিনয় করছেন কোয়েল মল্লিক। ছবিটি তৈরি হয়েছে সুচিত্রা ভট্টাচার্যের গল্প অবলম্বনে। শ্য়ুটিংয়ের শেষ দিনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে কোয়েল মল্লিক লিখেছেন, ‘সারন্দা বনে ৪৭ ডিগ্রি তাপমাত্রায় শ্যুটিং শেষ হল। শ্যুটিংয়ের সময় ৪৭ ডিগ্রি তাপমাত্রাতে মনে হচ্ছিল যেন ৫৫ ডিগ্রি তাপমাত্রায় রয়েছি। বারবিকিউ এবং গ্রিল হওয়ার মতো অভিজ্ঞতা।

কোয়েল লেখেন, ‘জঙ্গলে মিতিন মাসির শ্যুটিংয়ের অভিজ্ঞতা খুবই আবেগময় এবং অত্যন্ত রোমাঞ্চকর।  আমি নিজেও খুব ভাগ্যবতী এই প্রজেক্টের পার্ট হতে পেরে। আশা করব আপনাদের খুব ভালো লাগবে।‘

ছবির প্রযোজনার দায়িত্বে এসভিএফ-এর থাকার কথা থাকলেও জানা গেছে শেষ মুহূর্তে তাঁরা ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁরা ক্যামেলিয়া প্রোডাকশনের সঙ্গে হাত মিলিয়ে মিতিন মাসির প্রযোজনা করছে না।

প্রসঙ্গত ‘জঙ্গলে মিতিন মাসি’ ছবিতে কোয়েলের পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রিয়া বণিক, অসীম রায়চৌধুরী, জয়দীপ কুন্ডু অরিজিৎ দত্ত, বরুণ চক্রবর্তী, প্রমুখকে। পুজোয় মুক্তি পাবে ছবিটি।

সুচিত্রা ভট্টাচার্য্যের লেখা উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল ‘মিতিন মাসি’ ছবিটি। যেখানে মিতিন মাসি ছিলেন একজন গোয়েন্দা, যার কাছে মাঝে মধ্যেই পুলিশের বড় কর্তা চলে আসেন সাহায্য চাইতে। সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে মিতিন। পরনে শাড়ি ও চোখে চশমা।

কোয়েল মল্লিকের সেই রূপই ভাইরাল হয়েছিল  সোশ্যাল মিডিয়ায়। চরিত্রের সঙ্গে মানানসই ভাবেই তৈরি করেছিলেন কোয়েল নিজেকে। ছবিতে তাঁকে দেখা গেছিল ছাই রঙের শাড়ির সঙ্গে কন্ট্রাস্ট মেরুন ব্লাউজ ও চোখে চশমা পরা অবস্থায়। ‘মিতিন মাসি’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে দুর্গাপুজোতে।

‘জঙ্গলে মিতিন মাসি’ ছবি নিয়ে আরও কৌতুহল বাড়ল দর্শকের। এখন শুধু ছবি মুক্তির অপেক্ষায়।

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

সাম্প্রতিকতম

ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট: শুভমন-যশস্বীর শতরানে ভর করে বড়ো লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে ভারত

ভারত: ৩৫৯-৩ (শুভমন গিল ১২৭ নট আউট, যশস্বী জয়সওয়াল ১০১, ঋষভ পন্থ ৬৫ নট...

শিবরামের ‘প্রাণকেষ্টর প্রাণান্ত’ এবং কবিগুরুর ‘তোতা কাহিনী’ অবলম্বনে সফল নাটক মঞ্চস্থ করল ‘চণ্ডীতলা প্রম্পটার’  

অজন্তা চৌধুরী ‘চণ্ডীতলা প্রম্পটার’-এর প্রযোজনায় ১৪ মে মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হয়ে গেল ‘প্রাণকেষ্টর প্রাণান্ত’ ও...

শিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার স্বস্তি, জেনে নিন ভাড়া

আর ঘেমে-নেয়ে লোকাল ট্রেনে যাত্রা নয়। শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন। থাকছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ইনফরমেশন সিস্টেম। জেনে নিন রুটভিত্তিক ভাড়ার বিস্তারিত।

গ্রুপ C ও D কর্মীদের ভাতায় স্থগিতাদেশ হাই কোর্টের

চাকরিহারা গ্রুপ C ও D কর্মীদের ভাতা প্রদানে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। রাজ্যকে চার সপ্তাহে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। ২৬ হাজার কর্মীর ভবিষ্যৎ আবারও অনিশ্চিত।

আরও পড়ুন

প্রয়াত পরিচালক পার্থ ঘোষ, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ে মৃত্যু, বয়স হয়েছিল ৭৫

প্রয়াত পরিচালক পার্থ ঘোষ। মুম্বইয়ের বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। 'অগ্নিসাক্ষী', 'গুলাম এ মুস্তাফা'র মতো ছবির পরিচালক ছিলেন তিনি।

তিন মাসে ৯ কেজি ওজন কমালেন তামিল জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা, জানালেন রূপান্তরের রহস্য

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা তিন মাসে ৯ কেজি ওজন কমিয়ে চমকে দিলেন ভক্তদের। পেশাদার সহায়তা, পুষ্টি, গাট হেলথ ও স্ট্রেংথ ট্রেনিংয়ের সমন্বয়ে মিলল ফল।

‘অতি উত্তম’-এ ইতিহাস, লিমকা বুক অফ রেকর্ডসে নাম সৃজিতের ছবির

মহানায়ক উত্তম কুমারের পুরনো ফুটেজ ব্যবহার করে নির্মিত সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘অতি উত্তম’ জায়গা করে নিল লিমকা বুক অফ রেকর্ডসে। মৃত্যুর ৪৪ বছর পর আবারও পর্দায় জীবন্ত উত্তম কুমার।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে