ফিল্মি পরিবারের না হয়েও বলিউডে নিজের মাটি যথেষ্ট শক্ত করছেন অভিনেত্রী কৃতি শ্য়ানন।
‘দ্য ক্রু’ ছবির শুটিং শুরু হয়েছে। ‘দ্য় ক্রু’-র শুটিং শুরু করলেন করিনা কাপুর, কৃতি শ্য়ানন ও টাব্বু।
এই ছবির শুট শুরুর কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন কৃতি। ‘দ্য় ক্রু’ ছবির শ্য়ুটিং-এর জন্য় পুনে যাচ্ছেন অভিনেত্রী।
এই ছবিতে কৃতির পাশপাশি দেখা যাবে করিনা কাপুর ও তাব্বুকে। ছবিতে অভিনয় করছেন দিলজিৎ দোসনজও। পর্দায় এই প্রথম তিন তারকাকে একসঙ্গে কাজ করতে দেখা যাবে। একতা কাপুর ও রিয়া কাপুরের প্রযোজনায় আসছে এই ছবি। ড্রামা ও কমেডির মিশেলে তৈরি হবে এই ছবি।
কৃতির প্রশংসা করে রিয়া বলেন, ‘তিনি সত্যিই একজন খাঁটি মেয়ে। আপনি যে মুহূর্তে তার সাথে দেখা করবেন আপনি জানেন যে সে তার শিকড় এবং তার পরিবারের প্রতি সত্য থাকে এবং এটি এই চরিত্র এবং চলচ্চিত্রের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ ছিল। কৃতি এত দৃঢ়প্রতিজ্ঞ এবং পরিশ্রমী একজন মেয়ে’।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কৃতী শ্যানন অভিনীত ছবি ‘শেহজাদা’।পরিচালক রোহিত ধবনের এই ছবিতে কার্তিকের বিপরীতে অভিনয় করেছেন কৃতী। ‘শেহজাদা’। সুপারহিট তেলুগু ছবি ‘আলা বৈকুন্ঠপুরামুলু’র অফিশিয়াল হিন্দি রিমেক এই ছবি।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন