বলিউডের অন্যতম স্টাইলিশ তারকা কৃতি স্যানন। বিগত কয়েক বছরে একের পর এক হিট ছবি উপহার দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। তাঁর ড্রেসের কালেকশন বেশ নজরকাড়া। শাড়ি, সাবেকি পোশাক থেকে শুরু করে স্টাইলিস ওয়েস্টার্ন গাউন, নানা ধরনের পোশাকেই নজর কাড়েন কৃতি। ফ্যাশন ক্রিটিকদের কখনও হতাশ করেন না অভিনেত্রী।
আদিপুরুষ ট্রেলার মুক্তির অনুষ্ঠানের জন্য কৃতি এই ২৪ ক্যারেট সোনার জড়ি বসানো শাড়িতে তাঁর সৌন্দর্য যেন আরও বাড়িয়ে দিয়েছে। সঙ্গে হলুদ জারদৌসি কাজের ব্লাউজ পরেছেন। আর সেই সঙ্গে তিনি তাঁর ডান কাঁধে নিয়েছেন একটি ওড়না।
শাড়িটি ভারতীয় ফ্যাশন ডিজাইনার আবু জানি সন্দীপ খোসলার তৈরি। ২৪ ক্যারেট সোনার জড়ি সহ জারদৌসি বর্ডারের এই খাদি দিয়ে অফ-হোয়াইট শাড়িটি তৈরি হয়েছে। কৃতির চেহারা ‘আদিপুরুষ’-এর সীতা চরিত্র থেকে অনুপ্রাণিত হয়েছিল।
বর্তমানে কৃতি শ্যাননের বাড়ি মুম্বাইয়ের আন্ধেরিতে। তিনি কেবল একজন জনপ্রিয় অভিনেত্রীই নন, অনেক বিজ্ঞাপনের মুখও। তার খ্যাতি এবং জনপ্রিয়তার কারণে, শুধু ভারতেই নয় বিদেশেও রয়েছে তাঁর অগণিত ভক্ত।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন