Home বিনোদন প্রধানমন্ত্রীর ‘বিতর্কিত’ মন্তব্যের সমর্থনে লারা, কী বললেন বলি অভিনেত্রী?

প্রধানমন্ত্রীর ‘বিতর্কিত’ মন্তব্যের সমর্থনে লারা, কী বললেন বলি অভিনেত্রী?

0
lara Dutta
ছবি: Instagram/larabhupathi)

প্রধানমন্ত্রীর ‘বিতর্কিত’ মন্তব্যের পাশে দাঁড়ালেন বলি অভিনেত্রী লারা দত্ত।অভিনেত্রী জানান, আমরা অকপটে যা সরাসরি বলতে পারি না প্রধানমন্ত্রী তাই করে দেখিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠিক কী বলেছিলেন, যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়?

কিছুদিন আগে হায়দরাবাদ থেকে রাহুল গান্ধী বলেছিলেন, কার হাতে কত সম্পত্তি আছে তা সমীক্ষা করে দেখা হবে। কংগ্রেস ক্ষমতায় এলে তা করবে। এরপরই প্রধানমন্ত্রী বাঁশওয়াড়া থেকে বলেছিলেন, ‘‘প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ অতীতে বলেছিলেন, দেশের সম্পদে সর্বাগ্রে অধিকার মুসলিমদের। সেই কারণেই সমীক্ষা করার পরিকল্পনা নিয়েছে কংগ্রেস। যাতে দেশবাসীর কষ্টার্জিত অর্থ মুসলিম ও অনুপ্রবেশকারীদের মধ্যে বিলিয়ে দেওয়া যায়।’’

প্রধানমন্ত্রীর এই মন্তব্যকেই বাহবা দিয়েছেন বলি অভিনেত্রী লারা দত্ত। তার মতে,“যা সত্যি, আপনি যা বিশ্বাস করেন, তার সঙ্গে কখনও আপস করা উচিত নয়। নির্দ্বিধায় বলা উচিত।একটি নির্দিষ্ট সম্প্রদায়কে অসন্তুষ্ট করতে চাই না বলে, সব সময় রেখে ঢেকে আমি অন্তত কথা বলতে পারব না।”

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version