প্রধানমন্ত্রীর ‘বিতর্কিত’ মন্তব্যের পাশে দাঁড়ালেন বলি অভিনেত্রী লারা দত্ত।অভিনেত্রী জানান, আমরা অকপটে যা সরাসরি বলতে পারি না প্রধানমন্ত্রী তাই করে দেখিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠিক কী বলেছিলেন, যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়?
কিছুদিন আগে হায়দরাবাদ থেকে রাহুল গান্ধী বলেছিলেন, কার হাতে কত সম্পত্তি আছে তা সমীক্ষা করে দেখা হবে। কংগ্রেস ক্ষমতায় এলে তা করবে। এরপরই প্রধানমন্ত্রী বাঁশওয়াড়া থেকে বলেছিলেন, ‘‘প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ অতীতে বলেছিলেন, দেশের সম্পদে সর্বাগ্রে অধিকার মুসলিমদের। সেই কারণেই সমীক্ষা করার পরিকল্পনা নিয়েছে কংগ্রেস। যাতে দেশবাসীর কষ্টার্জিত অর্থ মুসলিম ও অনুপ্রবেশকারীদের মধ্যে বিলিয়ে দেওয়া যায়।’’
প্রধানমন্ত্রীর এই মন্তব্যকেই বাহবা দিয়েছেন বলি অভিনেত্রী লারা দত্ত। তার মতে,“যা সত্যি, আপনি যা বিশ্বাস করেন, তার সঙ্গে কখনও আপস করা উচিত নয়। নির্দ্বিধায় বলা উচিত।একটি নির্দিষ্ট সম্প্রদায়কে অসন্তুষ্ট করতে চাই না বলে, সব সময় রেখে ঢেকে আমি অন্তত কথা বলতে পারব না।”
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us