Home বিনোদন ইরফান খান অভিনীত শেষ ছবি ‘দ্য সং অফ স্কোরপিওন্স’-র ট্রেলার মুক্তি পেল,...

ইরফান খান অভিনীত শেষ ছবি ‘দ্য সং অফ স্কোরপিওন্স’-র ট্রেলার মুক্তি পেল, চলতি বছরে ছবির মুক্তি

প্রায় বেশিরভাগ অনুরাগীদের বিশ্বাস করতে আজও কষ্ট হয়। ইরফান খান আর ফিরে আসবেন না। তাঁকে ছাড়া বলিউড অসম্পূর্ণ।

প্রথাগত চলচ্চিত্রের ধারার সাথে নিউ ওয়েভ সিনেমা বা নতুন ধারার চলচ্চিত্রের মেলবন্ধনের কাজটি যিনি করেছিলেন তিনি হলেন ইরফান খান। যার অভিনয় শৈলীর রসবোধে আজও মজে আছে দর্শককূল। ফের আরেকবার ইরফান চমক ফিরে আসতে চলেছে বড়পর্দায়। তাঁর অভিনীত শেষ ছবি ‘দ্য সং অফ স্কোরপিওন্স’ মুক্তি পেতে চলেছে চলতি বছরে।

সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। ইরফানের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন ওয়াহিদা রেহমান। প্রযোজক জিসান আহমেদ যথেষ্ট আবেগতাড়িত।

 তিনি বলছেন, ‘আমি খুব গর্বিত যে এইধরনের একটি প্রোজেক্টের সঙ্গে আমার নাম জড়িয়ে রয়েছে। ইরফানের শেষ ছবি মুক্তি পেতে চলেছে এর থেকে আনন্দের আর কি হয়? পুরো দেশের মানুষের উদ্দেশ্যে বলছি, এই ছবিতে ওঁর অভিনয় আপনাদের মুগ্ধ করবে।‘

এই ছবির পরিচালক অনুপ সিং। ২০১৭ সালে লোকানো চলচ্চিত্র উৎসবে মুক্তি পেয়েছিল এই ছবিটি। এইবার বাণিজ্যিকভাবে প্রকাশ্যে আসতে চলেছে ছবিটি।

তিনি বলিউডি ছবির পাশাপাশি দক্ষিণী ছবি, ব্রিটিশ ভারতীয় ছবি, হলিউড ছবিতে কাজ করেছিলেন। বলিউডে তার অন্যধারার কাজগুলোর ক্ষেত্রে অন্যতম হল পান সিং তোমার, হিন্দি মিডিয়াম, দ্যা লাঞ্চ বক্স, পিকু, ডেড লাইন,বিল্লু, মাদারি, জাজবা, তালোয়ার। ইরফান খান অভিনীত মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা ‘আংরেজি মিডিয়াম’ মুক্তি পায় ২০২০ সালে।

ভিডিও- ইন্সটাগ্রাম 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version