খুব কম বয়সেই বিয়ে করেছিলেন টলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। আবার খুব অল্প বয়সেই মা হয়েছিলেন। তবে বিয়ে টেকেনি বেশিদিন।
তবে স্বস্তিকা মুখোপাধ্যায়ের জীবনে যে বসন্ত আসেনি তা কিন্তু নয়। ইন্ডাস্ট্রির মানুষদের সঙ্গেই একাধিকবার প্রেমে পড়েছেন তিনি। তাদের মধ্যে অভিনেতা জিতের সঙ্গে তার ঘনিষ্ঠতা দীর্ঘদিন ধরে চর্চায় ছিল। তবে একে অপরের সঙ্গে সম্পর্কের কথা কখনোই স্বীকার করেননি জিৎ ও স্বস্তিকা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিৎ জানিয়েছেন ’ভালো স্ক্রিপ্ট পেলে অবশ্যই স্বস্তিকার সঙ্গে কাজ করব।’
জিৎ আরও বলেন, ‘আমার সঙ্গে কোনও যোগাযোগ নেই, তবে ভালো অফার পেলে স্বস্তিকার সঙ্গে কাজ করতে প্রস্তুত।’
এই জুটি প্রথম একসঙ্গে মস্তান সিনেমাতে অভিনয় করেছিলেন। আর এই সিনেমা থেকেই তাদের দুইজনের রসায়ন নজর কেড়ে নেয় দর্শকদের। শুধু ক্যামেরার সামনে নয়, শোনা যায় এই সিনেমার সেট থেকেই প্রেমের সূত্রপাত হয় তাদের। কিন্তু বেশিদিন টেকেনি সে সম্পর্ক।
জানা গেছে, স্বস্তিকার প্রাক্তন স্বামীর কারণেই ভাঙন ধরেছিল তাঁদের। এরপর থেকে আর একসঙ্গে কোনও সিনেমা করেননি জিৎ ও স্বস্তিকা।
২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত একসঙ্গে সাতটি ছবিতে অভিনয় করেছেন এই জুটি। শোনা যায় সেই সময় একে অপরের কাছেও এসেছিলেন তাঁরা। লেট নাইট শো থেকে পার্টি অনেক জায়গাতেই একসঙ্গে দেখা গেছে তাঁদের। তবে সম্পর্কে বিচ্ছেদের পর একসঙ্গে আর স্ক্রিনে দেখা যায়নি এই জুটিকে।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন