Homeবিনোদনপ্রয়াত সতীশ কৌশিক, শোকের ছায়া বলিউডে

প্রয়াত সতীশ কৌশিক, শোকের ছায়া বলিউডে

প্রকাশিত

বিনোদন : শোকের ছায়া বলিউডে। না ফেরার দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান কৌতুক অভিনেতা সতীশ কৌশিক। বন্ধুর প্রাণের খবর সোশ্যাল মিডিয়ায় সকলকে জানালেন অনুপম খের। মৃত্যু কালিন অভিনেতার বয়স হয়েছিল ৬৬। অভিনেতার চলে যাওয়া মেনে নিতে পারছে না বলিউড। মাত্র দেড় দিন আগেই হোলির রঙে মেতে উঠেছিলেন সতীশ। ৭ মার্চ জুহুতে জানকি কুটিরে বলিউডের অন্যান্য তারকাদের সঙ্গে পার্টি করেছিলেন অভিনেতা। তার ছবি নিজেই পোস্ট করেছিলেন সোশ্য়াল মিডিয়ায়।

হোলির পরদিনই শোকের ছায়া বলিউডে। বৃহস্পতিবার গোটা বলিউডের ঘুম ভাঙছে খারাপ খবরে। অনুপম খের, কঙ্গনা রানাউত, মধুর ভান্ডারকার, নেহা ধুপিয়া, রেণুকা সাহানে প্রমুখ তারকাদের শোকবার্তায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। এদিন সোশ্যাল মিডিয়ায় অনুপম খের লেখেন, ‘তুমি এভাবে চলে যাবে সেটা আমি কখনো ভাবিনি। আমাদের ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ দাড়ি পড়ে গেল।

কঙ্গনা রানাউতের পরবর্তী ছবি ‘এমার্জেন্সি’তে জগজীবন রামের চরিত্রে অভিনয় করেছেন সতীশ। কিন্তু ছবি মুক্তির আগেই চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা। এদিন সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লেখেন, ‘ঘুম থেকে উঠেই চমকে উঠলাম। তাঁর চলে যাওয়ার খবর কিছুতেই মেনে নিতে পারছি না। তিনি সবসময় আমাকে উৎসাহ দিতেন’। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন বহু তারকারাই।

হোলি খেলে মুম্বই থেকে দিল্লিতে এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সতীশ। গুরুগ্রামেই হার্ট অ্যাটাক হওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। ময়না তদন্তের পর মুম্বইয়ে নিয়ে আসা হবে তাঁর দেহ।

আরও পড়ুন : প্যান-আধার লিঙ্ক না হলে কেওয়াইসি অসম্পূর্ণ, সতর্কতা সেবি-র

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

আরও পড়ুন

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

শাহরুখ খানের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে শুরু হচ্ছে দুই সপ্তাহব্যাপী ‘শাহরুখ খান ফিল্ম ফেস্টিভ্যাল’

খবর অনলাইন ডেস্ক: বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান এবার ভক্তদের জন্য নিয়ে আসছেন এক...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।