Homeশিল্প-বাণিজ্যপ্যান-আধার লিঙ্ক না হলে কেওয়াইসি অসম্পূর্ণ, সতর্কতা সেবি-র

প্যান-আধার লিঙ্ক না হলে কেওয়াইসি অসম্পূর্ণ, সতর্কতা সেবি-র

প্রকাশিত

নির্ধারিত সময়ের মধ্যে প্যান-আধার লিঙ্ক (Pan Aadhaar Link) না হলে প্রভাব পড়বে কেওয়াইসি (KYC)-তে। বুধবার একটি বিবৃতিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সেবি (SEBI) জানিয়ে দিয়েছে, শেয়ার বাজারে লেনদেন মসৃণ ভাবে চালিয়ে যেতে প্যান-আধার লিঙ্ক করতেই হবে। অন্যথায় কেওয়াইসি অসম্পূর্ণ রয়ে যাবে।

ওই বিবৃতিতে, সেবি বলেছে যে যতক্ষণ না পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর (PAN) এবং আধার (Aadhaar) লিঙ্ক করা হচ্ছে, ততক্ষণ শেয়ার এবং অন্যান্য লেনদেনের উপর বিধিনিষেধ আরোপ করা হতে পারে। প্যান-আধার লিঙ্ক না করা হলে কেওয়াইসি অসম্পূর্ণ হিসেবে বিবেচিত হবে।

সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) থেকে জানিয়ে দেওয়া হয়েছে, প্যান কার্ডধারীরা যদি ৩১ মার্চের মধ্যে সরকারের দেওয়া নির্দেশ না মানে, তবে তাঁদের ব্যবসা এবং কর সম্পর্কিত সুবিধাগুলি কাজ করা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ, সময়ের মধ্যে লিঙ্ক করা না হয় তাহলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। এখন আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে ১০০০ টাকা দিতে হচ্ছে।

প্যান-আধার লিঙ্কিংয়ের দেরি বাবদ ফি কী জমার পদ্ধতি

১. এই কার্ড দুটি লিঙ্ক করতে প্রথমে আয়কর বিভাগের অফিশিয়াল ই-ফাইলিং ওয়েবসাইট দেখুন। যেখানে টাকা জমা দেওয়ার লিঙ্ক আসবে সেখানে ক্লিক করলেই এটি আপনাকে এনএসডিএল ওয়েবসাইটে নিয়ে যাবে।

২. এ বার অপশনগুলির মধ্যে প্যান-আধার লিঙ্কের ফি জমা দিতে চালান নম্বর ITNS 280-এর অধীনে এগিয়ে যান।

৩. সেখান থেকে tax applicable নির্বাচন করুন। এখানে টাকা জমা দিন।

৪. পছন্দের পেমেন্ট মোড নির্বাচন করুন ও বিস্তারিত লিখুন।

৫. এই পর্বে প্যান, ঠিকানা ও মূল্যায়ন বছর লিখুন

৬. এবার ক্যাপচা লিখুন ও টাকা জমা দিন। এই অর্থ জমার জন্য আয়কর ই-ফাইলিং পোর্টালে প্রদর্শনের জন্য কিছু সময় লাগতে পারে। সুতরাং, আপনি যদি আধারের সঙ্গে প্যান লিঙ্ক করতে চান তবে টাকা জমা করার পরে কয়েক দিন অপেক্ষা করা উচিত।

কী ভাবে আধার-প্যান লিঙ্ক করা যাবে

১. আয়কর ই-ফাইলিং পোর্টাল খুলে -https://incometaxindiaefiling.gov.in/ আধার-প্যান লিঙ্ক করতে পারবেন।

২.আপনার প্যান নম্বর আপনার ইউজার আইডি হবে।

৩. ইউজার আইডি, পাসওয়ার্ড এবং জন্মের তারিখ লিখে লগ-ইন করুন।

৪. একটি পপ আপ উইন্ডো খুলবে, আপনাকে নিজের আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার অনুরোধ জানানো হবে। যদি না হয় তবে মেনু বারের ‘প্রোফাইল সেটিংস’-এ যান এবং ‘লিঙ্ক আধার’-এ ক্লিক করুন।

৫. বিবরণ যেমন নাম,জন্ম তারিখ এবং লিঙ্গ প্যান বিবরণ অনুযায়ী ইতিমধ্যেই লিখুন।

৬. আপনার আধারের উল্লিখিত বিবরণের সঙ্গে স্ক্রিনে প্যান বিবরণ যাচাই করুন। দয়া করে মনে রাখবেন যে যদি কোনো ত্রুটি থাকে, তবে আপনাকে নথিগুলির উভয়ের সংশোধন করতে হবে।

৭. বিবরণ মিললে, আপনার আধার নম্বর লিখুন এবং ” লিঙ্ক নাও” বোতামে ক্লিক করুন।

৮. একটি পপ-আপ বার্তা আপনাকে জানাবে যে আপনার আধার সফলভাবে আপনার প্যানের সঙ্গে যুক্ত করা হয়েছে।

৯. আপনি আপনার প্যান এবং আধার লিঙ্ক করতে https://www.utiitsl.com/ OR https://www.egov-nsdl.co.in/-এও যেতে পারেন।

লিঙ্ক না করলে কী কী সমস্যা হবে

১. যদি নির্ধারিত সময়ের মধ্যে আধারের সঙ্গে লিঙ্ক না করা হয় তবে প্যান নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। তখন কোনও কাজে ওই নম্বর আর ব্যবহার করা যাবে না।

২. প্যান নিষ্ক্রিয় হলে আয়কর উচ্চ করের হার প্রয়োগ করবে সরকার। টিডিএস-ও বেশি হবে। আয়কর রিটার্ন দাখিল করা সম্ভব হবে না। ফলে উচ্চ সুদ, জরিমানা এবং এমনকি শাস্তি পর্যন্ত হতে পারে। নির্দিষ্ট আর্থিক লেনদেনের সময় প্যান-এর উল্লেখ না করা গেলে জরিমানা হতে পারে।

৩. প্যান-এর বদলে আধার ব্যবহার করা যাবে না। যদি আধার নম্বরের সঙ্গে প্যান যুক্ত থাকে তাহলে আয়কর আইন অনুযায়ী যে কোনো একটি ব্যবহার করা যায়। কিন্তু লিঙ্ক না হলে এই নম্বরগুলি পরস্পরের বিকল্প হতে পারবে না।

৪. যদি কোনো ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে আধার ও প্যান লিঙ্ক না করতে পারেন তা হলে তাঁকে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। আবার লিঙ্ক করার জন্যও ১০০০ টাকা দিতে হবে। এ কারণে আয়কর রিটার্ন দাখিল না করতে পারলে ১০ হাজার টাকা জরিমানা হবে।

সাম্প্রতিকতম

১৯৭৪-এর এএফসি যুব চ্যাম্পিয়ন ভারতীয় দলের ফুটবলারদের সংবর্ধনা এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের

নিজস্ব প্রতিনিধি: ঠিক পঞ্চাশ বছর হয়ে গেল। দিনটা ছিল ৩০ এপ্রিল ১৯৭৪। ভারতের ফুটবলে...

ভারতের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রথম মুখোমুখি হতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নয়াদিল্লি: জুলাইয়ের প্রথম দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন বলে আশা করা...

টি২০ বিশ্বকাপ ২০২৪-এর জন্য ভারতের দল ঘোষণা! এলেন সঞ্জু স্যামসন, বাদ কেএল রাহুল

এই বছরের জুনে ক্যারিবিয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া টি২০ বিশ্বকাপ ২০২৪-এর জন্য...

আইপিএল ২০২৩-২৪: দিল্লি ক্যাপিটলসকে হেলায় হারাল কলকাতা নাইট রাইডার্স

দিল্লি ক্যাপিটলস (ডিসি): ১৫৩-৯ (কুলদীপ যাদব ৩৫ নট আউট, ঋষভ পন্থ ২৭, বরুণ চক্রবর্তী...

আরও পড়ুন

অক্ষয় তৃতীয়ার আগে ১০ দিনে সোনার দাম কমল প্রায় ৩ হাজার টাকা

শেষ ১০ দিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে ২,৯০০ টাকা। বর্তমানে সোনার দাম...

Laracon 2024 সম্মেলন: কলকাতা থেকে স্পনসর করা একমাত্র সংস্থা হিসেবে দৃষ্টান্ত গড়ল Think To Share

ফুল-স্ট্যাক ওয়েব এবং সফ্টওয়্যার বিকাশের ক্ষেত্রে Think To Share সবচেয়ে উদ্ভাবনী সংস্থাগুলির মধ্যে একটি।

ব্লু স্টার লঞ্চ করল ১০০ শতাংশ বেশি সাশ্রয়কর এবং প্রিমিয়াম মডেলের রুম এয়ার কন্ডিশনারের নতুন সম্ভার

কলকাতা: আসন্ন গ্রীষ্মকালের জন্যে ব্লু স্টার লিমিটেড বাজারে আনল রুম এসির নতুন সার্বিক সম্ভার।...