একেবারে সোনায় সোহাগা! মনের অপূর্ণ ইচ্ছা পূরণ হল অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তীর।
আইপিএলের প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্সের জার্সি চাই তাঁর। এমনটাই আবদার করেছিলেন তারকা সাংসদ মিমি। এইবার মিমির সেই আবদারই পূরণ করল শাহরুখের টিম।
আগামী সোমবার ইডেন গার্ডেনে পাঞ্জাব সুপার কিংসের মুখোমুখি হচ্ছেন কেকেআর৷ এইবার তার আগেই আবদার পূরণ হল নায়িকার৷
কিছু দিন আগে কেকেআরের ম্যাচে নায়িকার এক বান্ধবী কেকেআরের কাস্টমাইজড জার্সি পরেছিলেন। সেই ছবি নিজের টুইটারে রি-টুইট করে মিমি আবদার করেছিলেন, ‘আমারও একটা চাই’। আর আবদার করা মাত্রই মিমির কাছে পৌঁছে গিয়েছে সেই জার্সি। সোনালি-বেগুনি রঙা ওই জার্সির উপর বড় বড় হরফে খোদাই করা মিমি-র নাম।
যে জার্সি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসি মুখে পোস্ট দিয়েছেন মিমি। ওই ছবি শেয়ার করা হয়েছে কেকেআরের অফিসিয়্যাল টুইটার হ্যান্ডেল থেকে। ক্যাপশনে লেখা, ‘দারুণ লাগছে মিমি’। তারপরই এই ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন