দুবাই ঘুরতে গেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেখানে গিয়ে ঘটিয়েছেন দুঃসাহসিক কান্ড। মাঝ আকাশে বিমান থেকে ঝাঁপ দিয়ে অনেক দিনের স্বপ্নপূরণ করেছেন মিমি।
তার ইনস্টাগ্রামে চোখ রাখলেই বোঝা যাচ্ছে যে তিনি যে বেশ কয়েক দিন ধরেই দুবাইয়ে রয়েছেন। সেখানে ছুটি কাটানোর একাধিক ছবিও তিনি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। তবে এইবার শেয়ার করেছেন তার স্বপ্নপূরণের ছবি। দুবাইতে স্কাইডাইভিং করেছেন অভিনেত্রী।
সেখানে তাকে বিমান থেকে ঝাঁপ দিতে দেখা যাচ্ছে। মাঝ আকাশে বিভিন্ন অবস্থায় দেখা যায় তাকে। ছবি পোস্ট করে তিনি লেখেন, বাকেট লিস্টে টিক দিচ্ছি।
উল্টো হয়ে ঝাঁপ দেওয়ার এই ছবি পোস্ট করে মিমি ধন্যবাদ জানিয়েছেন এই কাজে তার প্রশিক্ষক ম্যাক্সকে। এই ছবিতে মিমিকে ‘দুঃসাহসী কন্যা’ বলে প্রশংসা করেছেন তার অনুরাগীরা। উত্তরে মিমি বলেন, ‘বেরিয়ে পড়েছি কলকাতা থেকে, উড়ছি আকাশে’।
ছুটি কাটিয়ে চলতি সপ্তাহেই কলকাতায় ফেরার কথা রয়েছে মিমির।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন