সোশ্যাল মিডিয়ায় তারকারা তাদের নিত্যদিনের বিভিন্ন মুহূর্তকে তুলে ধরেন। ব্যতিক্রমী নন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তবে সম্প্রতি তিনি যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন। তা দেখে চোখ কপালে উঠেছে প্রায় প্রত্যেকের।
এই মুহূর্তে টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের নাম এলেই সেই লিস্টে উঠে আসে মিমি চক্রবর্তী নাম। তবে শুধুমাত্র অভিনয় জগত নয় বরং তার বাইরে রাজনীতিতেও নিজের নাম প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন অভিনেত্রী।
মিমি জানান, ‘অবশেষে একটা অফ ডে পাওয়া গেছে। দিনটা নিজের মতো কাটালাম’, এই ক্যাপশন দিয়েই ছবিটি আপলোড করেছেন মিমি। ভিডিওয় জানান, লকডাউনের সময় গাছটি লাগিয়েছিলেন তাঁর বাবা। বছর কয়েকের মধ্যেই এতটা বড় হয়ে গেছে। এখন জামরুলের সময়। গাছটিতে প্রচুর ফল হয়েছে।
লোহার রেলিংয়েই উঠে জামরুল পেরেছেন মিমি। অনেকগুলোই পেড়ে ফেলেছিলেন। রেলিং থেকে নেমেই খেতে শুরু করে দেন।
উল্লেখযোগ্য, বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘রক্তবীজ’এর শ্যুটিং নিয়ে। মূলত থ্রিলার ঘরানার ছবিটি। এই ছবিটি মুক্তি পাবে পুজোয়। অন্যদিকে তিনি ‘পোস্ত’র হিন্দি সংস্করণের শ্যুটিং শেষ করে ফেলেছেন। সবমিলিয়ে বলতে গেলে কেরিয়ারে বেজায় ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন