বাংলা ইন্ডাস্ট্রির অধিকাংশ তারকারাই এখন ওয়েব সিরিজের দিকে ঝুঁকছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চুটিয়ে কাজ করছেন হিন্দি ওয়েব সিরিজে। অঙ্কুশ হাজরা থেকে স্বস্তিকা মুখোপাধ্যায় আবার শুভশ্রী থেকে শ্বাশত চট্টোপাধ্যায় সকলেই ইতিমধ্যে ওয়েব সিরিজে নাম লিখিয়ে ফেলেছেন।
টলিপাড়ার অন্দরের খবর অনুযায়ী, এইবার মিমি চক্রবর্তীকে ওয়েব সিরিজে দেখা যাবে। হইচই-এর পক্ষ থেকে তাঁর কাছে একটি নতুন ওয়েব সিরিজের প্রস্তাব দেওয়া হয়েছিল। শোনা যাচ্ছে এই সিরিজে মিমির বিপরীতে থাকতে পারেন টোটা রায়চৌধুরী।
পড়ুন: কবে মুক্তি পাবে ‘অ্যানিম্যাল’-এর টিজার? প্রকাশ্যে এল ছবি মুক্তির দিন
ওয়েব সিরিজে উকিলের ভূমিকায় মিমিকে দেখা যাবে। পাশাপাশি ডিফেন্স লয়ারের চরিত্রে থাকছেন টোটা। সিরিজ পরিচালনায় চন্দ্রাশিস রায়। আসছে ‘হইচই’ প্ল্যাটফর্মে। তবে অভিনেতা বা নির্মাতারা এই কোর্টরুম ড্রামা বিষয়ে কোনও মন্তব্যে নারাজ।
মিমিকে দীর্ঘদিন সেভাবে বড় পর্দায় দেখা যায়নি। কয়েকটি ছবিতে অভিনয় করলেও তেমন সাড়া পাওয়া যায়নি। তবে সামনে ‘রক্তবীজ’ ছবিতে ছবিটি রিলিজ করবে। যা খবর পুজোতে এই সিনেমাটি মুক্তি পাবে। ইতিমধ্যে ঝলক সামনে এসেছে। আর এই ছবিতে মিমিকে একেবারে অন্য ভূমিকায় দেখা যাবে বলেই খবর।
বর্তমানে ওটিটি প্লাটফর্মের দিকেই বিশেষ নজর দিচ্ছেন অভিনেতা থেকে সিনে পরিচালকরা। বিভিন্ন ধরনের সিরিজ নিয়ে আসছেন ওটিটিগুলিতে। আর তাতে প্রথম সারির অভিনেতারা কাজ করছেন।
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন