রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্ট চরিত্রগুলির মধ্যে অন্যতম হল কাবুলিওয়ালা। ১৯৫৭ সালে মুক্তি পাওয়া তপন সিনহা পরিচালিত ‘কাবুলিওয়ালা’ সিনেমায় নাম ভূমিকায় দেখা গিয়েছিল ছবি বিশ্বাসকে। তবে এইবার কাবুলিওয়ালার মুখ্য চরিত্রে অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী।
জানা গেছে, এসভিএই-র প্রযোজনায় তৈরি হতে চলেছে ‘কাবুলিওয়ালা’। ছবিটি পরিচালনা করছেন সুমন ঘোষ। রবি ঠাকুরের ‘কাবুলিওয়ালা’র মূল গল্পকে সামনে রেখে বাস্তবের প্রেক্ষাপটে ছবির গল্প সাজাচ্ছেন পরিচালক সুমন ঘোষ। বাংলা ও হিন্দি দুই ভাষাতেই বানানো হবে এই ছবি। তবে, এই ছবিতে মিনি বা অন্যান্য চরিত্রে কারা অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। ছবির শিরোনাম নিয়েও চলছে আলোচনা।
কলকাতা ছাড়াও লাদাখ এবং আফগানিস্তানেও ছবির বেশকিছু অংশের শ্যুটিং হবে। তবে এই মুহূর্তে আফগানিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করেই প্রস্তুতি নেবেন ছবির নির্মাতারা।
‘প্রজাপতি’ ছবিতে মিঠুনের অভিনয় দর্শকের মনে জায়গা করে নিয়েছিল। সূত্রের খবর, তার পর থেকেই বাংলা থেকে ‘মহাগুরু’র কাছে ছবির প্রস্তাবও বেশি আসছে। প্রকাশ্যে এল তাঁর নতুন কাজের খবর।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কাবুলিওয়ালা’-র মুখ্য চরিত্রে অভিনয় করবেন মিঠুন। এই সুখবর পেয়ে মিঠুন চক্রবর্তী খুবই আনন্দিত হয়েছেন।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us