রুপোলি জগতে নাম লেখাচ্ছেন দেওল পরিবারের আরও এক সদস্য। এইবার বলিউডে পা রাখছেন সানি দেওলের ছোট ছেলে রাজবীর দেওল।
‘গদর’ অভিনেতা সানির বড় ছেলে ‘পল পল দিল কে পাস’ ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন। ‘অ্যাংরি ইয়ং ম্যান’ ধর্মেন্দ্রর নাতি নিজের কিউট লুক দিয়ে মুগ্ধ করেছিলেন প্রত্যেককে। এইবার ইন্ডাস্ট্রি কাঁপাতে আসছে করণের ভাই রাজবীর। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সানি পুত্রের ডেবিউ ছবির শ্যুটিংও।
বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সেরা প্রযোজনা সংস্থা রাজশ্রী প্রোডাকশনের হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রাখছেন রাজবীর। সানির ছোট ছেলের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে বলিউডের এককালের নামী নায়িকা পদ্মিনী কোলাপুরীর কন্যা পলোমাকে।
তবে ছবির কি নাম ঠিক করা হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায় নি। এছাড়া ছবির শ্যুটিং কোথায় কোথায় হচ্ছে সেই বিষয়েও কিছু জানা যায় নি।
ধর্মেন্দ্র পুত্র সানি বলিউডের একজন সুপারস্টার হলেও তাঁর দুই ছেলে করণ এবং রাজবীর লাইমলাইট থেকে দূরেই থাকতে পছন্দ করেন।
শোনা যায়, মা পূজার কাছেই মানুষ হয়েছেন দু’জনে। তবে তাই বলে বাবার সঙ্গে তাঁদের সম্পর্ক খারাপ এমনটা কিন্তু নয়। বরং বাবার সঙ্গেও বন্ধুর মতোই সম্পর্ক করণ এবং রাজবীরের।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন