কার সঙ্গে মনামী পাড়ি দিলেন দক্ষিণ কোরিয়া? ভিডিও দেখে কটাক্ষ নেটিজেনদের 

টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে মনামী ঘোষ একজন। অভিনয়ে বেশ দক্ষতা রয়েছে এই অভিনেত্রীর। অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন তিনি। মনামী মানেই স্টাইলে ভরপুর। এই টলি ডিভা নিজের রুপের জাদুতে ঘায়েল করেছেন বহু পুরুষ মন।

মনামী সকলেই এজলেস বিউটি বলে চেনে। এখনও যে কোনও অষ্টাদশীকে গুণে গুণে ফ্যাশন গোল দেবেন এই নায়িকা। দিন দিন গ্ল্যামার বেড়েই চলেছে তার। 

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল সাইটেও বেশ জনপ্রিয় অভিনেত্রী মনামি ঘোষ। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নানা রকম ছবি পোস্ট করে ঝড় তোলেন এই অভিনেত্রী। মনামি ঘুরতে ভীষণ ভালোবাসেন। তাই তো সময় পেলেই ঘুরতে চলে যান নিজের ইচ্ছে মতো জায়গায়।

সম্প্রতি তিনি দক্ষিণ কোরিয়াতে ঘুরতে গেছেন। সেখান থেকে পোস্ট করেছেন বিভিন্ন রকম ছবি। ছবির সাথে আবার একটি ভিডিও পোস্ট করেছেন। কিন্তু এই ভিডিও ফের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।  

তাঁর নাচের ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই ট্রোলিংয়ের শিকার হতে হয় অভিনেত্রীকে। অভিনেত্রীর কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘ওমা ওদের সঙ্গে মিশে গিয়েছ যে।‘

তবে এই সব তুচ্ছ ব্যাপারে অভিনেত্রী পাত্তা দিতে পছন্দ করেন না। ইদানিং অভিনেত্রী মনামী ঘোষ সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকেন। ফ্যাশন মানেই সাবলীল থাকা সেই পন্থা অনুসরণ করে চলেছেন তিনি। তাঁর ইনস্টাগ্রাম গ্যালেরি কোনও ডিজিটাল ফ্যাশন ম্যাগাজিনের চেয়ে কম নয়। এমন কোনও স্টাইল নেই যা মনামি ক্যারি করতে পারেন না। তাঁর থেকে রীতিমত অনুপ্রেরণা নেয় নেটিজেনরা। শাড়ি থেকে শুরু করে স্কার্ট সবেতেই বর্তমানে নিজেকে ডিভার মত তুলে ধরছেন মনামি।

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

বিজ্ঞাপন