মনামী ঘোষ বহু বছর ধরে বা দশকের পর দশক ধরে টালিগঞ্জের অন্যতম পরিচিত মুখ তিনি ৷ একের পর সুপারহিট ধারাবাহিকে অভিনয় করে রীতিমত সোশ্যাল মিডিয়ার বহু মানুষের চর্চায় আবারও তিনি ফিরে এসেছেন।
টলিপাড়ার প্রথমসারির ফ্যাশনিস্তা অভিনেত্রীদের মধ্যে মনামী ঘোষ রয়েছে সবার প্রথমে। বরাবরই হটকে স্টাইল স্টেটমেন্ট দিয়ে নজর কাড়েন অভিনেত্রী। বরং এমন স্টাইল স্টেটমেন্ট তিনি ক্যারি করেন যা দেখে থ হয়ে যান ফ্যাশন বোদ্ধারাও।
সম্প্রতি তিনি দক্ষিণ কোরিয়াতে ঘুরতে গেছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন স্টাইলের পোশাক পরে ছবি পোস্ট করেছেন মনামী।
তবে দক্ষিণ কোরিয়াতে ঘুরতে গিয়েও মন মতো রান্না করতে হাতে নিলেন খুন্তি।
সেই রান্নার ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে মনামী লিখেছেন, ‘আমার সবচেয়ে প্রিয় কোরিয়ান খাবার হল গালবি উইথ রামেন। আপনার কোনটা?’ সঙ্গে মনামী লিখলেন, ‘আমি কিন্তু রাঁধতে পারি না।’
ফ্যাশনে স্টেটমেন্ট থেকে মারকাটারি চাবুক ফিগারে ভক্তদের ঘুম উড়াতে সিদ্ধহস্ত টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রী মনামী ঘোষ।
মনামী ঘোষকে নিয়ে সর্বদাই সরগরম থাকে টলিপাড়া। কখনও কোমরের কার্ভস তো কখন উন্মুক্ত বক্ষ-বিভাজিকা মনামী ম্যাজিকে সরগরম পেজ থ্রি-র পাতা।
ছবি ও ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন