Homeবিনোদননানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রী দত্তের 'মিটু' অভিযোগ খারিজ মুম্বই আদালতে

নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রী দত্তের ‘মিটু’ অভিযোগ খারিজ মুম্বই আদালতে

প্রকাশিত

নানা পাটেকরের বিরুদ্ধে করা অভিনেত্রী তনুশ্রী দত্তের মিটু (#MeToo) অভিযোগ গ্রহণ করল না মুম্বইয়ের একটি আদালত। আদালত জানিয়েছে, আইনি সীমার সময়সীমা অতিক্রম করায় মামলাটি গ্রহণযোগ্য নয়।

২০১৮ সালে তনুশ্রী দত্ত অভিযোগ করেন যে, ২০০৮ সালে হিন্দি ছবি হর্ন ওকে প্লিজ -এর একটি গানের শুটিংয়ের সময় নানা পাটেকর তাঁকে হেনস্থা করেছিলেন। তিনি ২০১৮ সালের অক্টোবরে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন, যেখানে নানা-সহ আরও তিনজনের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ ওঠে। এই অভিযোগ ভারতের মিটু আন্দোলনে আলোড়ন তোলে, যেখানে বিভিন্ন ক্ষেত্রের বহু মহিলা যৌন হেনস্থার বিরুদ্ধে সরব হন।

তবে, শুক্রবার আন্দেরির প্রথম শ্রেণির বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এনভি বনসল জানান, অভিযোগটি ঘটনার ১০ বছর পর দাখিল করা হয়েছে, যা ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী নির্ধারিত সীমারেখার বাইরে। দণ্ডবিধির ৩৫৪ ধারা (নারীর শালীনতার ওপর আঘাত) ও ৫০৯ ধারা (নারীর শালীনতার অবমাননা) অনুযায়ী, তিন বছরের মধ্যে অভিযোগ দায়ের করা বাধ্যতামূলক।

আদালতের পর্যবেক্ষণে জানানো হয়, দেরির যথাযথ ব্যাখ্যা ছাড়াই এ ধরনের অভিযোগ গ্রহণ করা আইনগত ন্যায্যতার পরিপন্থী হবে। আদালত আরও উল্লেখ করে যে, ২০১৯ সালে পুলিশের তদন্তে কোনো প্রমাণ মেলেনি এবং মামলাটিকে ‘মিথ্যা’ বলে চিহ্নিত করা হয়। পুলিশের বি-সামারি রিপোর্টের বিরুদ্ধে তনুশ্রী আপত্তি জানালেও, আদালত মামলাটি সময়সীমার বাইরে বলে খারিজ করে দেয়।

এই রায় তনুশ্রী দত্তের জন্য এটি এক বড় ধাক্কা হলেও, মিটু আন্দোলনের মাধ্যমে যৌন হয়রানির বিরুদ্ধে যে সচেতনতা তৈরি হয়েছে, তা সমাজে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। এই মামলার আইনি প্রক্রিয়া শেষ হলেও যৌন হয়রানি ও লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে আলোচনা চলতে থাকবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর পুজো থিম ‘সখের বাজার’

শারদোৎসবে ৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর থিম ‘সখের বাজার’। স্বপ্ন ও কল্পনার জগৎকে কেন্দ্র করে তৈরি হচ্ছে অভিনব বাজারসদৃশ মণ্ডপ।

বাবুবাগানের পুজোয় রাজপ্রাসাদে বাংলার লোকসংস্কৃতির মিলনমেলা

দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী বাবুবাগানের দুর্গাপুজোয় এবছর থিম বাংলার লোকসংস্কৃতি। বিশালাকার রাজপ্রাসাদের আদলে গড়ে উঠছে মণ্ডপ, যেখানে বিভিন্ন লোকশিল্পী নৃত্য-গানে মুখরিত করবেন পরিবেশ।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বৃহস্পতিবার থেকে শহরের বাজারে বাংলাদেশের ইলিশ, দাম শুনেই চোখ কপালে উঠবে

বিশ্বকর্মা পুজোর ছুটিতে সামান্য দেরি হলেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ ঢুকল পেট্রাপোলে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাইকারি ও খুচরো বাজারে বিক্রি শুরু হবে।

আরও পড়ুন

ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে হবে। বলিউড, দক্ষিণী তারকার পর এবার টলিউডে আইনি ঝড়।

‘ওরা শুধু বাঁচতে চাইছে’ মুম্বইয়ের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে প্যালেস্টাইনের পক্ষে সরব স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর মুম্বইয়ে প্যালেস্টাইন সমর্থনকারী বিক্ষোভে যোগ দিলেন। ইজরায়েলকে অভিযুক্ত করে বললেন, ‘প্যালেস্টাইনি জনগণ কেবল বাঁচতে চাইছে।’

প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

৯১ বছর বয়সে প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও দর্শকদের মনে অমলিন। থানের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।