Homeবিনোদননানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রী দত্তের 'মিটু' অভিযোগ খারিজ মুম্বই আদালতে

নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রী দত্তের ‘মিটু’ অভিযোগ খারিজ মুম্বই আদালতে

প্রকাশিত

নানা পাটেকরের বিরুদ্ধে করা অভিনেত্রী তনুশ্রী দত্তের মিটু (#MeToo) অভিযোগ গ্রহণ করল না মুম্বইয়ের একটি আদালত। আদালত জানিয়েছে, আইনি সীমার সময়সীমা অতিক্রম করায় মামলাটি গ্রহণযোগ্য নয়।

২০১৮ সালে তনুশ্রী দত্ত অভিযোগ করেন যে, ২০০৮ সালে হিন্দি ছবি হর্ন ওকে প্লিজ -এর একটি গানের শুটিংয়ের সময় নানা পাটেকর তাঁকে হেনস্থা করেছিলেন। তিনি ২০১৮ সালের অক্টোবরে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন, যেখানে নানা-সহ আরও তিনজনের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ ওঠে। এই অভিযোগ ভারতের মিটু আন্দোলনে আলোড়ন তোলে, যেখানে বিভিন্ন ক্ষেত্রের বহু মহিলা যৌন হেনস্থার বিরুদ্ধে সরব হন।

তবে, শুক্রবার আন্দেরির প্রথম শ্রেণির বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এনভি বনসল জানান, অভিযোগটি ঘটনার ১০ বছর পর দাখিল করা হয়েছে, যা ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী নির্ধারিত সীমারেখার বাইরে। দণ্ডবিধির ৩৫৪ ধারা (নারীর শালীনতার ওপর আঘাত) ও ৫০৯ ধারা (নারীর শালীনতার অবমাননা) অনুযায়ী, তিন বছরের মধ্যে অভিযোগ দায়ের করা বাধ্যতামূলক।

আদালতের পর্যবেক্ষণে জানানো হয়, দেরির যথাযথ ব্যাখ্যা ছাড়াই এ ধরনের অভিযোগ গ্রহণ করা আইনগত ন্যায্যতার পরিপন্থী হবে। আদালত আরও উল্লেখ করে যে, ২০১৯ সালে পুলিশের তদন্তে কোনো প্রমাণ মেলেনি এবং মামলাটিকে ‘মিথ্যা’ বলে চিহ্নিত করা হয়। পুলিশের বি-সামারি রিপোর্টের বিরুদ্ধে তনুশ্রী আপত্তি জানালেও, আদালত মামলাটি সময়সীমার বাইরে বলে খারিজ করে দেয়।

এই রায় তনুশ্রী দত্তের জন্য এটি এক বড় ধাক্কা হলেও, মিটু আন্দোলনের মাধ্যমে যৌন হয়রানির বিরুদ্ধে যে সচেতনতা তৈরি হয়েছে, তা সমাজে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। এই মামলার আইনি প্রক্রিয়া শেষ হলেও যৌন হয়রানি ও লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে আলোচনা চলতে থাকবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার, বাবা লেখক মাহমুদ মামদানি, নিউইয়র্কের মেয়রের জীবন যেন বিশ্বনাগরিকের প্রতিচ্ছবি

আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত বামপন্থী নেতা জোহরান মামদানি (Zohran...

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড় নিয়োগ! পশ্চিমবঙ্গে ৯০ পদে লোকাল অফিসার নেওয়া হবে, আবেদন শেষ ২৩ নভেম্বর

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) পশ্চিমবঙ্গে ৯০টি পদে লোকাল ব্যাঙ্ক অফিসার নেওয়া হবে। গোটা দেশে শূন্যপদ ৭৫০। অনলাইনে আবেদন করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে pnbindia.in-এ।

পাখিদের নতুন স্বর্গ কালিম্পং-এর ঝান্ডি! রুফাস নেকড হর্নবিলের আবাসে পর্যটন নয়, সংরক্ষণই লক্ষ্য

কালিম্পং জেলার ঝান্ডি গ্রাম হয়ে উঠছে বিরল প্রজাতির পাখিদের আশ্রয়স্থল। রুফাস নেকড হর্নবিল সহ ১৫০-র বেশি প্রজাতির পাখির বাস। বন দফতরের বার্তা—“সংরক্ষণ আগে, পর্যটন পরে।”

ট্রাম্পের আক্রমণ উপেক্ষা করে বড়ো জয় বামপন্থী প্রার্থীর, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আক্রমণ ও ব্যবসায়ী মহলের তীব্র বিরোধিতা সত্ত্বেও নিউইয়র্কের...

আরও পড়ুন

রবিবার শাহরুখ খানের ৬০, বলিউড বাদশার প্রশংশায় পঞ্চমুখ হলিউডের কোন সুপারস্টার?

খবর অনলাইন ডেস্ক: ৬০ বছর পূর্ণ হল বলিউডের কিং খানের। রবিবার ২ নভেম্বর শাহরুখ...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...