Homeবিনোদনবায়োপিক ‘800’-এর প্রচারে ক্রিকেটার মুরলীধরন কলকাতায়, সৌরভের সঙ্গে এক মঞ্চে

বায়োপিক ‘800’-এর প্রচারে ক্রিকেটার মুরলীধরন কলকাতায়, সৌরভের সঙ্গে এক মঞ্চে

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক উইকেট দখলের রেকর্ড যাঁর দখলে, সেই কিংবদন্তি স্পিন বোলার মুত্তিয়া মুরলীধরনকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক ‘800’ (৮০০)। মূলত মুরলীধরনের বেড়ে ওঠা এবং তাঁর ক্রিকেটজীবন নিয়ে তৈরি হচ্ছে এই বায়োপিক। এই বায়োপিক নিয়ে প্রচারের জন্য কলকাতায় এসেছেন স্বয়ং মুরলীধরন।

বৃহস্পতিবার কলকাতা মহানগরীর একটি পাঁচ তারা হোটেলে এই বায়োপিকের প্রচার নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে মুরলীধরন ছাড়াও উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, বায়োপিকের মুখ্য অভিনেতা মধুর মিত্তল এবং প্রযোজক বিবেক রঙ্গচারি।

ওই অনুষ্ঠানে মুরলীধরন সম্পর্কে সৌরভ বলেন, মুরলী শ্রীলঙ্কার ক্রিকেটের শুধু মেরুদণ্ডই নন, তিনি হলেন প্রতিটি হাড়ের সমন্বয়ে গঠিত একজন সম্পূর্ণ মানুষ, যিনি শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য নিবেদিত প্রাণ। ব্যক্তিগত ভাবে মুরলী একজন অত্যন্ত বিনয়ী, ভদ্র এবং সজ্জন মানুষ। তার সংগ্রহে রয়েছে টেস্ট ক্রিকেটের ৮০০ এবং ওয়ান-ডে ম্যাচের ৫৩৪টি উইকেট। বিশ্বের যে কোনো ক্রিকেটারের কাছে এই কৃতিত্ব অর্জন করা স্বপ্নের মতো।

saurav 800 29.09

ওই অনুষ্ঠানে ছিলেন সৌরভ গাঙ্গুলিও।

সৌরভ বলেন, “আমার পছন্দ অনুযায়ী বিশ্বের সেরা স্পিনার মুরলী, ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা এবং ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর। আমি ব্যক্তিগত ভাবে মুরলী এবং মুরলীর পরিবারের শ্রীবৃদ্ধি ও সুস্থতা কামনা করি।”

মুরলীও সৌরভ গাঙ্গুলির উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, সৌরভ হলেন একজন স্বয়ংসম্পূর্ণ ক্রিকেটার, যিনি নিজের হাতে বিশ্বকাপ না তুলতে পারলেও ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বিশ্বকাপারদের তৈরি করে দিয়েছিলেন। মুরলী আরও বলেন, “আমার পছন্দের প্রথম সারির ক্রিকেটারদের মধ্যে সৌরভ অন্যতম। এ ছাড়াও সৌরভ আমার একজন ভালো বন্ধু।”

আন্তর্জাতিক ক্রিকেটজীবনের শেষ বলে ভারতের প্রজ্ঞান ওঝাকে আউট করে মুরলীধরন টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেট দখলের কৃতিত্ব অর্জন করেন। দিনটা ছিল ২০১০ সালের ২২ জুলাই। সেই দিনই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৮০০ টেস্ট উইকেট এমন একটা রেকর্ড যা কোনো দিনই কেউ ছুঁতে পারবেন বলে মনে হয় না। ক্রিকেটে এটা একটা প্রায় অবিশ্বাস্য ঘটনা। তাই মুত্তিয়া মুরলিধরনের বায়োপিকের নাম ‘800’ (৮০০)।

ছবি: সঞ্জয় হাজরা   

আরও পড়ুন  

কী কাণ্ড ঘটালেন কার্তিক আরিয়ান? নেটিজেনরা কী বললেন?

মুক্তি পেল ‘টাইগার ৩’-এর টিজার, কবে মুক্তি পাবে ছবিটি?  

সাম্প্রতিকতম

কুনাল কামরাকে ৫০০ খুনের হুমকি,পুলিশের তলবে এক সপ্তাহের সময় চাইলেন কমেডিয়ান

বিতর্কিত ‘গদ্দার’ রসিকতার জেরে কুনাল কামরাকে ৫০০-র বেশি খুনের হুমকি! শিবসেনা কর্মীদের বিরুদ্ধে মামলা, তবে ক্ষমা চাইতে নারাজ কমেডিয়ান। পুলিশের তলবে এক সপ্তাহের সময় চাইলেন কামরা।

তীব্র শারীরিক যন্ত্রণায় কাতর রোগীদের মধ্যে বাড়ছে মানসিক অবসাদ ও উৎকণ্ঠা

লাখ লাখ প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে উদ্বেগজনক মাত্রায় বাড়ছে মানসিক উদ্বেগ, উৎকণ্ঠা ও অবসাদ। আমেরিকান...

আইপিএল ২০২৫: সমানে সমানে লড়াই, শ্রেয়সের ব্যাট আর অর্শদীপের বল জিতিয়ে দিল পঞ্জাবকে  

পঞ্জাব কিংস: (২৪৩-৫) (শ্রেয়স আয়ার ৯৭ নট আউট, প্রিয়াংশ আর্য ৪৭, শশাঙ্ক সিংহ ৪৪...

ফেলনা নয় পেঁয়াজের খোসা, আটকাবে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মিও

ফেলনা নয় পেঁয়াজের খোসা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য—পেঁয়াজের খোসা নাকি আটকাতে পারে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি। বিস্তারিত জানুন।

আরও পড়ুন

চেন্নাইয়ে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে এআর রহমান, হতে পারে অ্যাঞ্জিওগ্রাম

বুকের ব্যথা নিয়ে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন এআর রহমান। হতে পারে অ্যাঞ্জিওগ্রাম, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন কিংবদন্তি সুরকার।

নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রী দত্তের ‘মিটু’ অভিযোগ খারিজ মুম্বই আদালতে

নানা পাটেকরের বিরুদ্ধে করা অভিনেত্রী তনুশ্রী দত্তের মিটু (#MeToo) অভিযোগ গ্রহণ করল না মুম্বইয়ের...

অস্কার ২০২৫: সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতল ‘অ্যানোরা’, দেখুন বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

৩ মার্চ (স্থানীয় সময়) লস অ্যাঞ্জেলেসের হলিউডে অনুষ্ঠিত হয়েছে ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। অ্যাড্রিয়ান ব্রোডি...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে