Homeবিনোদনবায়োপিক ‘800’-এর প্রচারে ক্রিকেটার মুরলীধরন কলকাতায়, সৌরভের সঙ্গে এক মঞ্চে

বায়োপিক ‘800’-এর প্রচারে ক্রিকেটার মুরলীধরন কলকাতায়, সৌরভের সঙ্গে এক মঞ্চে

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক উইকেট দখলের রেকর্ড যাঁর দখলে, সেই কিংবদন্তি স্পিন বোলার মুত্তিয়া মুরলীধরনকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক ‘800’ (৮০০)। মূলত মুরলীধরনের বেড়ে ওঠা এবং তাঁর ক্রিকেটজীবন নিয়ে তৈরি হচ্ছে এই বায়োপিক। এই বায়োপিক নিয়ে প্রচারের জন্য কলকাতায় এসেছেন স্বয়ং মুরলীধরন।

বৃহস্পতিবার কলকাতা মহানগরীর একটি পাঁচ তারা হোটেলে এই বায়োপিকের প্রচার নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে মুরলীধরন ছাড়াও উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, বায়োপিকের মুখ্য অভিনেতা মধুর মিত্তল এবং প্রযোজক বিবেক রঙ্গচারি।

ওই অনুষ্ঠানে মুরলীধরন সম্পর্কে সৌরভ বলেন, মুরলী শ্রীলঙ্কার ক্রিকেটের শুধু মেরুদণ্ডই নন, তিনি হলেন প্রতিটি হাড়ের সমন্বয়ে গঠিত একজন সম্পূর্ণ মানুষ, যিনি শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য নিবেদিত প্রাণ। ব্যক্তিগত ভাবে মুরলী একজন অত্যন্ত বিনয়ী, ভদ্র এবং সজ্জন মানুষ। তার সংগ্রহে রয়েছে টেস্ট ক্রিকেটের ৮০০ এবং ওয়ান-ডে ম্যাচের ৫৩৪টি উইকেট। বিশ্বের যে কোনো ক্রিকেটারের কাছে এই কৃতিত্ব অর্জন করা স্বপ্নের মতো।

saurav 800 29.09

ওই অনুষ্ঠানে ছিলেন সৌরভ গাঙ্গুলিও।

সৌরভ বলেন, “আমার পছন্দ অনুযায়ী বিশ্বের সেরা স্পিনার মুরলী, ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা এবং ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর। আমি ব্যক্তিগত ভাবে মুরলী এবং মুরলীর পরিবারের শ্রীবৃদ্ধি ও সুস্থতা কামনা করি।”

মুরলীও সৌরভ গাঙ্গুলির উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, সৌরভ হলেন একজন স্বয়ংসম্পূর্ণ ক্রিকেটার, যিনি নিজের হাতে বিশ্বকাপ না তুলতে পারলেও ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বিশ্বকাপারদের তৈরি করে দিয়েছিলেন। মুরলী আরও বলেন, “আমার পছন্দের প্রথম সারির ক্রিকেটারদের মধ্যে সৌরভ অন্যতম। এ ছাড়াও সৌরভ আমার একজন ভালো বন্ধু।”

আন্তর্জাতিক ক্রিকেটজীবনের শেষ বলে ভারতের প্রজ্ঞান ওঝাকে আউট করে মুরলীধরন টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেট দখলের কৃতিত্ব অর্জন করেন। দিনটা ছিল ২০১০ সালের ২২ জুলাই। সেই দিনই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৮০০ টেস্ট উইকেট এমন একটা রেকর্ড যা কোনো দিনই কেউ ছুঁতে পারবেন বলে মনে হয় না। ক্রিকেটে এটা একটা প্রায় অবিশ্বাস্য ঘটনা। তাই মুত্তিয়া মুরলিধরনের বায়োপিকের নাম ‘800’ (৮০০)।

ছবি: সঞ্জয় হাজরা   

আরও পড়ুন  

কী কাণ্ড ঘটালেন কার্তিক আরিয়ান? নেটিজেনরা কী বললেন?

মুক্তি পেল ‘টাইগার ৩’-এর টিজার, কবে মুক্তি পাবে ছবিটি?  

সাম্প্রতিকতম

তপ্ত এই শহরের বুকে আজও জল বয়ে চলে গুটি কয়েক ভিস্তিওয়ালা

চারিদিক জনশূন্য, দুপুরের রোদে খালি মাথায় 'ভিস্তিওয়ালা' চলেছে। এই রোদে মাথা ফেটে যাচ্ছে। তৃষ্ণায় ছাতি ফাটছে। আহার এখনো তার বাকি, তবু এখন জল নিয়ে পৌঁছাবার সময় গন্তব্যে।

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

আরও পড়ুন

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিলেন অভিনেতা।

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

প্রধানমন্ত্রীর ‘বিতর্কিত’ মন্তব্যের সমর্থনে লারা, কী বললেন বলি অভিনেত্রী?

কিছুদিন আগে হায়দরাবাদ থেকে রাহুল গান্ধী বলেছিলেন, কার হাতে কত সম্পত্তি আছে তা সমীক্ষা করে দেখা হবে। কংগ্রেস ক্ষমতায় এলে তা করবে।