Home বিনোদন প্রকাশ্যে এল নওয়াজউদ্দিন অভিনীত ‘হাড্ডি’-র ট্রেলার, কবে মুক্তি পাবে ছবিটি?

প্রকাশ্যে এল নওয়াজউদ্দিন অভিনীত ‘হাড্ডি’-র ট্রেলার, কবে মুক্তি পাবে ছবিটি?

কখনও সাদাত হোসেন মান্টো হিসেবে ধরা দিয়েছেন, তো কখনও বা বড়পর্দায় হয়ে উঠেছেন সাইকো কিলার। হিরো থেকে ভিলেন, দরিদ্র থেকে প্রেমিক- সব ভূমিকাতেই এককথায় দুর্দান্ত নওয়াজউদ্দিন সিদ্দিকী।

0

কখনও সাদাত হোসেন মান্টো হিসেবে ধরা দিয়েছেন, তো কখনও বা বড়পর্দায় হয়ে উঠেছেন সাইকো কিলার। হিরো থেকে ভিলেন, দরিদ্র থেকে প্রেমিক- সব ভূমিকাতেই এককথায় দুর্দান্ত নওয়াজউদ্দিন সিদ্দিকী।

তবে এমন অবতারে এর আগে দেখা যায়নি তাকে। বছরের শেষে প্রকাশ্যে এসেছিল তার আসন্ন ছবি ‘হাড্ডি’তে তার ভিন্নধর্মী লুক। প্রকাশ্যে এলো তার আসন্ন সেই সিনেমার ট্রেলার। যেখানে রীতিমত দুর্ধর্ষ লুকে ছাপিয়ে গেছেন নওয়াজ।

পড়ুন: কঙ্গনার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য রণবীরের, খোলসা করে কী জানালেন অভিনেতা?

ট্রেলারে দেখা গেছে রুপান্তরকামীর বেশে একদম ক্ষুরধার অবতারে। একের পর এক খুন করছেন নওয়াজ। যা দেখলে গা শিওরে উঠবে রীতিমত। অভিনেতার রিয়েল লাইফে বিবাহবিচ্ছেদ বিতর্কে বারবার পিছিয়ে যাচ্ছিল এই ছবির মুক্তি। ছবির নির্মাতারাও ছবি নিয়ে যথেষ্ট শঙ্কা প্রকাশ করছিলেন। কিন্তু ‘হাড্ডি’র ট্রেলারে নওয়াজের দুর্ধর্ষ লুক যেভাবে ধরা পড়েছে তাতে ছবি নিয়ে আর কোনও সংশয় থাকতে পারে না বলেই মনে করা হচ্ছে। মুক্তির কয়েক ঘন্টার মাঝেই যথেষ্ট শোরগোল পড়ে গেছে এই ট্রেলার নিয়ে।

ট্রেলারে দেখা যাচ্ছে নওয়াজের পরনে শাড়ি, গায়ে গহনা, কপালে বড় টিপ, ঠোঁটে লিপস্টিক। খোপায় গোঁজা রয়েছে ছুড়ি। এমন বেশেই একের পর এক খুন করছেন তিনি।

তবে ট্রেলারে নওয়াজউদ্দিনের পাশাপাশি খলনায়কের ভূমিকায় নজর কাড়লেন অনুরাগ কাশ্যপও। ‘সেক্রেড গেমস’ অভিনেতার সঙ্গে প্যারালালি টেক্কা দিয়ে যেভাবে অভিনয় করেছেন পরিচালক-অভিনেতা তার ঝাঁজ ট্রেলারেই দেখা গেল।

‘হাড্ডি’র রোমাঞ্চকর ঝলক সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে নওয়াজ লিখেছেন, ‘এর আগে কখনও এইরকম হাড়হিম করা প্রতিশোধ দেখেছেন?’ নওয়াজউদ্দিনের ‘হাড্ডি’ সিনেমায় নওয়াজের মায়ের ভূমিকায় দেখা যাবে ইলা অরুণকে। আগামী ৭ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ এ মুক্তি পাবে এই ছবিটি।

ভক্তদের নিজের অভিনয়ের জাদুতে মুগ্ধ করতে প্রতিবারই নতুন নতুন চমক নিয়ে হাজির হন নওয়াজউদ্দিন সিদ্দিকী।

ভিডিও- ইন্সটাগ্রাম

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

Advertisements
Claim Your Gift Card Now
বিজ্ঞাপন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version