মনের কথা কখনও ফুরিয়ে যায় না। যেমন ফুরিয়ে যায় না প্রেম! ‘প্রেম সে এক, প্রেমিকা যে সে অনেক’, হ্যাঁ ঠিক এমনটাই হয়ত!
প্রেমের সংজ্ঞায় থাকে না কোনও লিঙ্গ, কোনও শ্রেণী, কোনও জাত, কোনও ধর্ম। প্রেম নিজেই একটা ধর্ম, নিজেই একটা জাত, নিজেই একটা লিঙ্গ। কামের নামে যত ‘অপকাম’ বেড়ে চলা সমাজে ‘সমকাম’-নিষিদ্ধ। পুরুষে পুরুষে প্রেম? নারীতে নারীতে প্রেম? ছিঃ ছিঃ। রে রে পড়ে যায় গোটা সমাজে। আইনের খাতায় সমকামী সম্পর্কের স্বীকৃতি দিলেও এখনও হয়ত সমাজের কাছে এই সম্পর্ককে অচ্ছ্যুত বলেই ধরা হয়।
তবে এই সমকামী সম্পর্ক নিয়ে প্রেমের গল্প শোনাবে অভিনেতা প্রান্তিক ব্যানার্জি। তবে এই প্রেমের গল্প তিনি শোনাবেন গানের মাধ্যমে। যেখানে একেবারে ভিন্ন রূপে দেখা যাবে প্রান্তিককে। গানটির নাম ‘রামধনু’। প্রান্তিকের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে উদয় শঙ্কর সামন্তকে।
গানটি গেয়েছেন টেলি অভিনেতা ঋষভ চক্রবর্তী। এটাই তাঁর প্রথম মিউজিক ভিডিও। এর আগে পান্ডব গোয়েন্দা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে তিনি অভিনয় করেছেন। বর্তমানে ‘নিম ফুলের মধু’ একটি বাংলা ধারাবাহিকে কাজ করছেন।
গানটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অর্পণ বসাক। গানের সুর দিয়েছেন ঋষভ নিজেই ও গীতিকার সমীরণ বাড়ুই। এছাড়া লিরিক্যাল হিপ হপের উপস্থাপনায় থাকছেন শিল্পী টাইজেন রোহান। এই মিউজিক ভিডিওর সিনেমাটোগ্রাফি করবেন অর্ণব গুহ। চলতি মাসেই কলকাতায় মিউজিক ভিডিওর শ্যুটিং হবে।
ছবি সৌজন্যে- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।