গুপ্তচর থেকে গৃহবধূ রাধিকা আপ্তে, ‘মিসেস আন্ডারকভার’-এর মুক্তি কবে?

চমক দেখালেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। দীর্ঘ ক্যারিয়ারে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন এই অভিনেত্রী। আরও একবার ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেছেন এই নায়িকা।

খুব শিঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে আসছে অভিনেত্রীর নতুন ছবি মিসেস আন্ডারকভার। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাধিকা আপ্তে। 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মিসেস আন্ডারকভার-এর ফার্স্টলুক পোস্টার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এনেছিলেন নায়িকা নিজেই। ছবিতে রাধিকার চরিত্রটি কলকাতার এক বাঙালি গৃহবধূর। তবে তিনি একজন গুপ্তচর। এমনটাই বলছে রাধিকা আপ্তের সোশ্যাল মিডিয়া পোস্ট।

রবিবার প্রকাশ্যে এল অভিনেত্রীর নতুন ছবি ‘মিসেস আন্ডারকভার’-এর টিজার।

এই ছবিতে রাধিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন টলিউড অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। রাধিকার চরিত্র দুর্গার স্বামীর ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। টিজারে রাধিকাকে বেশ অপটুভাবে ঘরকন্না সামলাতে দেখা যাচ্ছে। কিন্তু এই রাধিকাই আবার রাতের অন্ধকারে হয়ে উঠছে সিক্রেট এজেন্ট।

সাহেব ছাড়াও এই ছবিতে আরও একাধিক বাংলা সিনেমা-সিরিয়ালের অভিনেতা ও অভিনেত্রীদের দেখা যাবে। এছাড়া এই ছবিতে থাকছেন সুমিত ব্যাস। 

টিজারে দুর্গার শ্বশুর হিসেবে দেখা গিয়েছে অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীকে। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রোশনি ভট্টাচার্য, অমৃতা চট্টোপাধ্যায়ও। আগামী এপ্রিল মাসে জি ফাইভ ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে অনুশ্রী মেহতা পরিচালিত ‘মিসেস আন্ডারকভার’। 

ছবি ও ভিডিও- ইন্সটাগ্রাম

খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

বিজ্ঞাপন