চলতি বছরে সর্বাধিক চর্চিত জুটি রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।
রবিবার দুপুর ১টা নাগাদ নৌকায় করে বিয়ের আসরের দিকে যেতে দেখা যায় বাজনদারদের। ‘ব্যান্ড বাজা বারাত’ নিয়ে তাজ লেক প্যালেস থেকে লীলা প্যালেসে হাজির হন আপ নেতা রাঘব চাড্ডা। বরযাত্রী হিসেবে উপস্থিত ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত মানরা। কম যায় না কনেপক্ষও। পরিণীতির জীবনের বিশেষ দিনে উপস্থিত থাকতে উদয়পুরে উড়ে এসেছেন বন্ধু সানিয়া মির্জা, হরভজন সিং। মনীশের ব্রাইডাল লেহেঙ্গাতেই সেজেছিলেন পরিণীতি।
বিয়ের আগের দিন শনিবার বেলা সাড়ে ১১টায় ছিল গায়ে হলুদের শুভ লগ্ন। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের উপস্থিতিতে খাঁটি পাঞ্জাবি নিয়ম মেনেই ‘হলদি’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
পড়ুন: ফের প্রকাশ্যে এল দেবের নতুন লুক, কবে মুক্তি পাবে ‘বাঘাযতীন’?
গত ১৩ মে আংটি বদল করেছেন রাঘব ও পরিণীতি। পরিবারের প্রিয়জনদের নিয়ে বিয়ে হয়েছিল তাঁদের। বোনের বিশেষ দিনে সামিল হতে উড়ে এসেছিলেন প্রিয়াঙ্কাও।
ইনস্টাগ্রামে পরিণীতি লিখেছিলেন, ‘রাঘব ও আমি যে পরিমাণ ভালোবাসা পেয়েছি তাতে আমরা আপ্লুত। আমরা দু’জন দুই মেরুর বাসিন্দা, কিন্তু আমাদের পৃথিবীটাকে আরও বড় পরিবার পেয়েছি আমরা। যা কোনওদিন কল্পনাও করতে পারিনি তাই ঘটেছে আমাদের সঙ্গে।‘
প্রসঙ্গত, বাগদানের পরের দিনেই বিতর্কে জড়িয়েছিলেন ওঁরা। নেপথ্যে ছিল এক ভিডিও। যে ভিডিও পরিণীতির ঠোঁট মিশেছিল রাঘবের ঠোঁটে। আর তাতেই নেটিজেনদের একটা বড় অংশ সোশ্যাল মিডিয়ায় করেছিল তুলোধনা। যদিও রাঘব-পরিণীতি এই নেতিবাচকতাকে জীবনে প্রবেশ করতে দেননি।
বেশ কয়েকটি বলিউড তারকাদের বিয়ে রাজস্থানেই আয়োজন করা হয়েছিল। বর্তমানে এই প্রাসাদই সেলেবদের বেশ আকর্ষণ করছে। ভিকি ক্যাটরিনা কইফ থেকে শুরু করে কিয়ারা সিদ্ধার্থ, সকলেরই পছন্দের তালিকায় ছিল রাজস্থান।
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন