বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডার সম্পর্ক এখন তুমুল চর্চায়। ঠিক যেন স্বপ্নের মতো। বাগদান পর্ব সম্পন্ন হয়েছে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার। আড়ালে আবডালে প্রেম, লুকিয়ে চুরিয়ে বেশিদিন রাখঢাক থাকল না, অবশেষে প্রকাশ্যে তাঁদের প্রেমের ঝলক। এইবার বিয়ের ভেন্যুও ঠিক হয়ে গেল। কোথায় বসবে তাঁদের বিয়ের আসর।
বলিউড সূত্র বলছে, সম্প্রতি বিয়ের ভেন্যু ঠিক করতে রাজস্থানে পৌঁছে গিয়েছেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। দু’জনে মিলে না কি রাজস্থানের দুর্গও ঘুরে এসেছেন।
শোনা যাচ্ছে, অক্টোবরেই বিয়ে করবেন পরিণীতি-রাঘব। এমনকী, খবরে এসেছে, রাজস্থান টুরিজম ডিপার্টমেন্টের আধিকারিকদের সঙ্গে দেখা করেও বিস্তারিত তথ্য জেনে নিয়েছেন পরিণীতি।
সূত্রের খবর, তাঁর মিমি দিদির মতো পরিণীতিও বিয়ে করবেন রাজস্থানের কোনও এক রাজপ্রাসাদে। কিন্তু কোন রাজমহলে বিয়ে করবেন পরিণীতি, তার খোঁজেই শনিবার রাজস্থানের উদয়পুরে গেছিলেন অভিনেত্রী।
সোশ্য়াল মিডিয়ায় পরিণীতি লিখলেন, ‘আমাদের সম্পর্ক ও বাগদান নিয়ে যেভাবে ইতিবাচক মনোভাব ছিল সকলের, তা দেখে সত্যিই আপ্লুত আমি ও রাঘব। আপনাদের এরকম সঙ্গে থাকা আমাদের শক্তি দিয়েছে। অনুপ্রেরণা জুগিয়েছে।‘
উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই মুম্বাইতে এক রেস্তোরাঁতে প্রথমবার দেখা গিয়েছিল পরিণীতি ও রাঘবকে। সেই থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে জোরালো চর্চা শুরু হয়। তারপর, মাঝেমধ্যেই এদিক ওদিক তাঁদের দেখা মিলত। আইপিএল-এর মাঠেও হাতে হাত রেখে দাঁড়িয়ে ছিলেন দু’জনে।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন