আংটি বদলের পর থেকেই কবে পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা বিয়ে করছেন, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। অবশেষে পরিণীতি-রাঘব দু’জনের বিবাহ সুসম্পন্ন হয়েছে।
উদয়পুরের তাজ লীলা প্যালেসে আয়োজন হয়েছিল রাঘব ও পরিণীতির বিয়ের। নিরাপত্তায় মোড়া ছিল গোটা এলাকা।
সূত্রের খবর, দুপুর প্রায় সাড়ে ৩টে থেকে বিয়ের যাবতীয় আচার-অনুষ্ঠান শুরু হয়েছিল। সেখানে দিল্লির ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পাশাপাশি অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিনোদন দুনিয়ার অনেকেই উপস্থিত ছিলেন। বিয়ের আগেই দূর থেকে লেন্সবন্দি ছিলেন রাঘব। মাথায় ছাতা দিয়ে কাপড়ের আড়ালে নিয়ে যাওয়া হয়েছিল রাঘবকে। রাঘবকে যাতে কোনও মতে দেখা না যায় পর্দায়, তাই ঢেকে ফেলা হয়েছিল চারপাশ।
পড়ুন: হৃতিক ও দীপিকা চুপিচুপি একসাথে কোথায় গেলেন? কী জানালেন সিদ্ধার্থ?
রাঘনীতি’কে শুভেচ্ছার জোয়ারে ভাসালেন অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির সহকর্মীরা। তবে নেটপাড়ার নীতিপুলিশদের নজরে রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার বিয়ের পোশাক। তাঁদের দাবি, নবদম্পতি রণবীর-আলিয়াকে নকল করেছেন।
প্রসঙ্গত, ২০২২ সালের ১৪ এপ্রিল আলিয়া ভাটের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রণবীর কাপুর। হোয়াইট ওয়েডিং’ পোশাকে তাক লাগিয়ে দিয়েছিলেন রণবীর-আলিয়া। কিন্তু নেটবাসীদের বক্তব্য রাঘব-পরিণীতির বিয়ের লুক একেবারে নকল করা হয়েছে। যা প্রায় হুবহু মিল রয়েছে রণবীর-আলিয়া-র বিয়ের সাজের সাথে।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন