বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া প্রেমে পড়েছেন আপ সাংসদ রাঘব চাড্ডার। সদ্যই আংটি বদল সেরেছেন যুগলে। সামনেই বিয়ে।
জমকালো বাগদান পর্বের পর বিয়েটাও যে রাজকীয়ভাবেই হতে চলেছে বলিউড অভিনেত্রী ও প্রিয়াঙ্কা চোপড়ার বোন পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডার, তা যেন একপ্রকার ঠিকই ছিল। এইবার প্রকাশ্যে এল তাঁদের বিয়ের ‘ভেন্যু’ও বিয়ের তারিখ।
চলতি মাসেই বিয়ে করতে চলেছেন এই তারকা জুটি। শোনা গেছিল, সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ সেজে উঠবে বিয়ের আসর। কিন্তু এইবার খবর ২৩ ও ২৪ তারিখ থেকেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তাও আবার রাজস্থানের দুই বিলাসবহুল অভিজাত হোটেলে। রাজস্থানের লীলা প্যালেস ও দ্য ওবেরয় উদয় ভিলাতে বসতে চলেছে বিয়ের জমকালো অনুষ্ঠান।
পড়ুন: প্রকাশ্যে এল ‘ফুকরে ৩’ ছবির ট্রেলার, কবে মুক্তি পাবে ছবিটি?
আংটি বদলের পরই বিয়ের ভেন্যু খুঁজতে রাজস্থানে গিয়েছিলেন তারকা যুগল। পরিণীতির বিয়েতে অবশ্যই আসবেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস। সূত্রের খবর, হলদি, মেহেন্দি ও সঙ্গীতের অনুষ্ঠান ২৩ তারিখ থেকেই শুরু হয়ে যাবে। বিয়ের পর রিসেপশন হতে চলেছে হরিয়ানার গুরুগ্রামে।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us