Homeবিনোদনচুপিচুপি কী সারলেন এনগেজমেণ্ট? পরিণীতির আঙুলে এনগেজমেন্ট রিং, সাংবাদিকদের প্রশ্নে একরাশ...

চুপিচুপি কী সারলেন এনগেজমেণ্ট? পরিণীতির আঙুলে এনগেজমেন্ট রিং, সাংবাদিকদের প্রশ্নে একরাশ ক্ষোভ প্রকাশ  

প্রকাশিত

পরিণীতি ও রাঘবের ‘শুদ্ধ দেশি রোম্যান্স’ জমে উঠেছে। আপ নেতার প্রেমের রঙে ‘গুলাবি’ বলি নায়িকা। আপতত অপেক্ষা ব্যান্ড-বাজা-বারাতের।
 
পরিণীতি চোপড়ার প্রেমের চর্চায় সরগরম বি-টাউন। আপ সাংসদ রাঘব চড্ডার প্রেমে হাবুডুবু খাচ্ছেন ‘ইশকজাদে’ নায়িকা, এতদিনে তো সে কথা সবাই জেনে গিয়েছে। সদ্যই মুম্বাই এয়ারপোর্টে একসঙ্গে ফ্রেমবন্দি হন দু’জনে। 

নিজেদের সম্পর্ক নিয়ে শুরু থেকেই আত্মবিশ্বাসী দু’জনে। সেই কারণেই প্রকাশ্যে ক্যামেরাবন্দি হতে কুন্ঠাবোধ করেননি রাঘব-পরিণীতি, দাবি তাদের ঘনিষ্ঠ সূত্রের। জীবনের নতুন এ অধ্যায় নিয়ে দারুণ খুশি দু’জনেই। 

সম্প্রতি পরিণীতি চোপড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে তাঁর হাতে এনগেজমেন্ট রিং। তবে এই রিং নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। বরং পাপারাৎজ্জিদের প্রশ্নে মুচকি হেসেছেন পরিণীতি।

বিয়ে নিয়ে চারিদিকে এত চর্চা হচ্ছে। বিয়ের গুঞ্জন নিয়ে প্রশ্ন করতেই পরিণীতি চোপড়া বলেন, ‘সংবাদমাধ্যম আমার জীবন নিয়ে আলোচনা করছে। কখনও কখনও ব্যক্তিগত স্তরে গিয়ে যে চর্চাটা হয় সেটা খুবই অসম্মানজনক। যদি সেই রকম কিছু হয় আমি নিশ্চয়ই বলব। কোনও ভুল ধারণা হয়ে থাকে তাহলে তার ব্যাখা দেব। যদি প্রয়োজন না পড়ে দেব না।‘

তবে সোজাসুজি তিনি কিছু না বললেও, তাঁর কথায় রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে বলে মনে করা হচ্ছে। 

জানা যাচ্ছে, এই বলি সুন্দরীর সঙ্গে রাঘবের প্রথম আলাপ পাঞ্জাবে। শুটিংয়ের জন্য পাঞ্জাবে ছিলেন পরিণীতি, তখনই আলাপ দু’জনের। পরিচয় খুব বেশি দিনের নয়, মাত্র ৬ মাস ধরেই নাকি পরস্পরকে চেনেন তারা। তবে এই অল্প সময়েই সম্পর্ক এতটা গাঢ় হয়ে উঠেছে যে চটপট বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন দুজনেই। আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডা পার্লামেন্টের সর্বকনিষ্ঠ সাংসদ। লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে পড়াশোনা করেছেন নতুন দিল্লির এই ভূমিপুত্র। আংটি বদল সেরে কবে বিয়ের পিঁড়িতে বসবেন দু’জনে সেটাই দেখার। আপতত পরিণীতির হাতে রয়েছে ‘ক্যাপসুল গিল’, ‘চমকিলা’র মতো প্রোজেক্ট।

ছবি- ইন্সটাগ্রাম 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন


সাম্প্রতিকতম

কেন আমেঠীর বদলে রায়বরেলিতে রাহুলকে প্রার্থী করছে কংগ্রেস?

আগামী ২০ মে আমেঠী এবং রায়বরেলিতে নির্বাচন। অমেঠী থেকে বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ স্মৃতি ইরানি। ইতিমধ্যেই তিনি মনোনয়ন জমা দিয়েছেন। রায়বরেলীতে গেরুয়া শিবিরের প্রার্থী উত্তরপ্রদেশের মন্ত্রী দিনেশ প্রতাপ সিং।

ইউক্রেনে রায়ায়নিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া, আমেরিকার দাবি অস্বীকার ক্রেমলিনের

রাশিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। অস্ত্র ব্যবহারের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ। আমেরিকার দাবি, রাসায়নিক অস্ত্র...

গাজা ইস্যুতে আমেরিকায় ছাত্র বিক্ষোভ, উদ্বেগ প্রকাশ করে যা বলল ভারত

গাজা যুদ্ধের প্রতিবাদে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ আমেরিকার কলম্বিয়া এবং ইয়েল বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়়িয়ে পড়েছে।

এবার তারকা প্রচার তালিকা থেকেও বাদ, অনুগামীদের দেখে কেঁদে ফেললেন কুণাল

বৃহস্পতিবার যে ৪০ জনের তারকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় নাম রয়েছে দলের শীর্ষ নেতৃত্ব ছাড়াও দেব, সায়ন্তিকা, সোহম থেকে অদিতি মুন্সির। কিন্তু নাম নেই কুণালের।

আরও পড়ুন

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিলেন অভিনেতা।

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

প্রধানমন্ত্রীর ‘বিতর্কিত’ মন্তব্যের সমর্থনে লারা, কী বললেন বলি অভিনেত্রী?

কিছুদিন আগে হায়দরাবাদ থেকে রাহুল গান্ধী বলেছিলেন, কার হাতে কত সম্পত্তি আছে তা সমীক্ষা করে দেখা হবে। কংগ্রেস ক্ষমতায় এলে তা করবে।