Homeবিনোদন'পাঠান' ছবির নজির বিহীন সাফল্যের পর কী জানালেন পরিচালক সিদ্ধার্থ?

‘পাঠান’ ছবির নজির বিহীন সাফল্যের পর কী জানালেন পরিচালক সিদ্ধার্থ?

প্রকাশিত

শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ মুক্তির মাত্র পাঁচ দিনেই ৫০০ কোটির গন্ডি ছাড়িয়ে রেকর্ড ব্যবসা করেছে এই ছবি। রবিবার ছুটির দিনে পাঠানের বিশ্বব্যাপী কালেকশন ছিল ৫৪২ কোটি। সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিনে পাঠানের বক্স অফিস কালেকশন একলাফে বেড়ে গেল ১০০ কোটি। ৬ দিনে অর্থাৎ সোমবার পর্যন্ত শাহরুখ খান, জন আব্রাহাম ও দীপিকা পাডুকোন অভিনীত পাঠানের বক্স অফিস আয় ৬০০ কোটি। তবে এই ছবির সাফল্যের শেষ এখানেই নয়। ফের ভক্তদের জন্য সুখবর দিলেন ছবির পরিচালক।

সংবাদ মাধ্যমকে সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, ‘পাঠান ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দের আশ্বাস, পাঠান ২ এর সিকুয়েল বানাতে চলেছে পরিচালক। ভক্তদের এত ভালোবাসার জন্য পাঠান ছবি সাফল্যের উচ্ছাসে ভরে গেছে। সং ‘ইনসা আল্লাহ!’ অর্থাৎ, ‘ঈশ্বর যদি চান’। তার কথায় আনন্দে দুলে উঠেছেন অনুরাগীরাও। সিদ্ধার্থ আরও জানান, ‘ওয়ার’ বানানোর পরে তিনি ভাবছিলেন কী ধরনের ছবি বানাতে পারেন। তখনই শাহরুখ খানের সঙ্গে আলোচনা হয় তাঁর। সিদ্ধার্থের বহু বছরের শখ, তিনি শাহরুখকে নিয়ে ছবি বানাবেন। সেই অনুযায়ী ‘পাঠান’-এর গল্প শোনান। বাকিটা ইতিহাস।’

পাঠানের সাফল্যের পর প্রথমবারের মতো মিডিয়ার সামনে বক্তব্য রাখলেন শাহরুখ খান। ছবিটির সাফল্যের পর মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

শাহরুখ খান সংবাদ মাধ্যমকে জানান, ”আজ অনেক দিন পরে খুশির দিন এসেছে আমার জীবনে। আমার পরিবার, আত্মীয়দের জীবনে। এত খুশি এর আগে চট করে পাইনি। ‘পাঠান যেন এক নতুন জন্ম দিয়েছে! সিদ্ধার্থ, আদিত্য চোপড়া প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমায় এই ছবিতে সুযোগ দেওয়ার জন্য। এই সাফল্য আমার একার নয়। আমরা তিন অমর-আকবর-অ্যান্টনির। দীপিকা অমর। আমি আকবর। জন অ্যান্টনি। তারপরেই আসে ‘পাঠান ২’-এর কথা। শুনেই কিং খানও  জানান, ‘ইনসা আল্লাহ’। তাঁর আরও দাবি, ‘পাঠান ২’-এর সিক্যুয়েল হলে কোমড় পর্যন্ত তিনি চুল রাখবেন। আরও পরিশ্রম তিনি করবেন। তাঁর কাছেও ‘পাঠান ২’-তে অভিনয় করা খুবই সম্মানের ব্যাপার।  দুই বছর আমি কোনও কাজ করিনি। সেই সময়টা সন্তানদের সঙ্গে কাটিয়েছি। আমার শেষ সিনেমা বক্স অফিসে চলেনি। প্রায় অনেকেই বলেছিল আমার ছবি নাকি আর চলবে না। তাই আমি বিকল্প পেশা হিসাবে রেস্তোরাঁ খোলার কথা ভেবেছিলাম।”

ছবি সৌজন্যে- ইন্সটাগ্রাম।

বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে হবে। বলিউড, দক্ষিণী তারকার পর এবার টলিউডে আইনি ঝড়।

‘ওরা শুধু বাঁচতে চাইছে’ মুম্বইয়ের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে প্যালেস্টাইনের পক্ষে সরব স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর মুম্বইয়ে প্যালেস্টাইন সমর্থনকারী বিক্ষোভে যোগ দিলেন। ইজরায়েলকে অভিযুক্ত করে বললেন, ‘প্যালেস্টাইনি জনগণ কেবল বাঁচতে চাইছে।’

প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

৯১ বছর বয়সে প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও দর্শকদের মনে অমলিন। থানের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।