অভিনেত্রী থেকে প্রযোজক। ‘রিক্সাওয়ালা’ ছবির অভিনেত্রী সঙ্গীতা সিনহা এইবার হাত পাকাতে চলেছেন প্রযোজনার কাজে।
আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বেশ জনপ্রিয় হয়েছে ‘রিক্সাওয়ালা’ ছবিটি। ছবির মূল চরিত্র গুলোর মধ্যে সঙ্গীতা সিনহা ছিলেন অন্যতম। নিজের প্রথম ছবিতে কাজ করার সুবাদে আন্তর্জাতিক চলচ্চিত্র মহলে যথেষ্ট পরিচিতি লাভ করেন। তবে এইবার তাঁকে দেখা যাবে প্রযোজ্কের আসনে।

জি অরিজিনালস এর ‘ছায়াময়ী-তে’ সঙ্গীতার প্রযোজনায় হাতেখড়ি। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী পায়েল সরকারকে। এছাড়া অন্যান্য চরিত্রে দেখা যাবে তুলিকা বসু, প্রযোজক সঙ্গীতা সিনহাকেও। ছবির পরিচালনা করছেন সুদীপ দাস।

সংবাদ সূত্রে খবর, প্রযোজনায় আসা নিয়ে সঙ্গীতা বলেন, “এঞ্জেল ক্রিয়েশন আমার প্রযোজনায় প্রথম কাজ। এই প্রথম জি অরিজিনালস এর জন্য করা কাজ। সব সময় আমি স্বাধীন ভাবে কাজ করতে চাই। নিজে করলে নিজের সৃষ্টিশীলতার উপর অন্যের কোনো কিছু চাপিয়ে দেওয়া সম্ভব হয় না।মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম, এমনকি ফিল্মও নিজের ভালো লাগার মাধ্যম গুলো নিয়ে কাজ করতে পারব।”
অভিনয় ছাড়াও সঙ্গীতা বিভিন্ন রকম সমাজসেবার কাজও করে থাকেন। শীতে রিক্সাওয়ালাদের কখনও শীতবস্ত্র দিয়েছেন, কখনও ছোট অনাথ বাচ্চাদের উপহার দিয়েছেন ডাকটিকিট। নিজের তৈরি একটি ছোটদের স্কুলও আছে সঙ্গীতার।
ছবি সৌজন্যে- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।