‘জওয়ান’-র ভয়ে কাঁটা ‘সালার’-র পরিচালক প্রশান্ত নীল, পিছিয়ে গেল ছবি মুক্তির দিন

জওয়ান’-এর মুক্তির প্রায় ৫ দিন বাকি। সিনেমাটি ঘিরে তুমুল উন্মাদনা ভক্তদের মাঝে। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় অগ্রিম বুকিংও শুরু হয়েছে।  কিছু জায়গায় মাত্র কয়েক মিনিটে অগ্রিম টিকি বিক্রির রেকর্ড গড়েছে শাহরুখের ‘জওয়ান’। তবে এর মাঝে ভক্তদের জন্য রয়েছে একটি মন খারাপ করা খবর।

0

‘জওয়ান’-এর মুক্তির প্রায় ৫ দিন বাকি। সিনেমাটি ঘিরে তুমুল উন্মাদনা ভক্তদের মাঝে। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় অগ্রিম বুকিংও শুরু হয়েছে।  কিছু জায়গায় মাত্র কয়েক মিনিটে অগ্রিম টিকি বিক্রির রেকর্ড গড়েছে শাহরুখের ‘জওয়ান’। তবে এর মাঝে ভক্তদের জন্য রয়েছে একটি মন খারাপ করা খবর।

দক্ষিণী তারকা প্রভাসের ‘সালার’ মুক্তি পাওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ। তবে শোনা যাচ্ছে, সেই ছবির মুক্তি পিছিয়েছে।

নির্মাতাদের তরফে যদিও আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি, তবে সিনেদুনিয়ার খবর, উন্নতমানের ভিএফএক্সের জন্যই ‘সালার’-এর মুক্তি পিছিয়ে দিয়েছেন নির্মাতারা। কিন্তু আচমকাই রিলিজের আগে এই দক্ষিণী ছবির পিছু হঠাকে অন্যভাবে দেখছেন বলিউডের একাংশ।

পড়ুন: শাহরুখ কন্যা সুহানা স্পষ্টভাবে কী জানালেন? কবে মুক্তি পাবে ‘দ্য আর্চিস’?

তাঁদের দাবি, শাহরুখের ‘জওয়ান’ যেহেতু ৭ সেপ্তেম্বর তামিল, তেলুগু ভাষাতেও মুক্তি পাচ্ছে, সেইক্ষেত্রে মুক্তির কয়েক সপ্তাহ বাদেও এই সিনেমার উন্মাদনা অব্যাহত থাকবে। আর তাই লোকসানের ভয়ে প্রভাসের ‘সালার’ পিছিয়ে দেওয়া হয়েছে।

‘জওয়ান’-এর মতোই ‘সালার’ নিয়েও ভক্তদের উন্মাদনা কম নেই। ‘সালার’-এ অভিনয় করেছেন প্রভাস ও শ্রুতি হাসান। এতে খল চরিত্রে অভিনয় করেছেন মালায়লাম সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারন। সিনেমাটি পরিচালনা করেছেন ‘কেজিএফ’ খ্যাত পরিচালক প্রশান্ত নীল। জল্পনা রয়েছে, ‘সালার’ যশের ‘কেজিএফ’ ইউনিভার্সের অংশ হতে পারে।

ভিডিও- ইন্সটাগ্রাম

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.